Ajker Patrika

একসঙ্গে দুই ‘নূর’

আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৩: ৩৯
একসঙ্গে দুই ‘নূর’

গত ডিসেম্বরে মুক্তি পেয়েছে নির্মাতা নূরুল আলম আতিকের সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। সিনেমাটি এখনো দেখানো হচ্ছে দেশের বিভিন্ন উৎসবে। বিদেশেও মুক্তির প্রক্রিয়া চলছে। ‘লাল মোরগের ঝুঁটি’র পর এবার ওয়েব সিরিজের কাজে হাত দিয়েছেন নির্মাতা নূরুল আলম আতিক। নাম ‘আষাঢ়ে গল্প’। এ ওয়েব সিরিজে পাঁচটি ভিন্ন গল্প এক মোড়কে হাজির করছেন নির্মাতা।

‘আষাঢ়ে গল্প’ সিরিজের পাঁচ গল্পের একটির নাম ‘মাছে ভাতে বাঙালি’। এ গল্পে অভিনয় করবেন আসাদুজ্জামান নূর ও সাবিলা নূর। এই প্রথম আসাদুজ্জামান নূরের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছেন সাবিলা। তাই ভীষণ উচ্ছ্বসিত অভিনেত্রী।

গত শুক্রবার সকালে আসাদুজ্জামান নূরের বাসায় হাজির হয়েছিলেন সিরিজটির নির্মাতা আতিক, অভিনেত্রী সাবিলা নূর, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ সংশ্লিষ্ট কয়েকজন। উদ্দেশ্য ছিল—একসঙ্গে চিত্রনাট্য পড়া। সেখান থেকে ফিরে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘পাঁচটি গল্পের মধ্যে এরই মধ্যে তিনটির শুটিং শেষ। বাকি দুটি গল্পের শুটিং হবে শিগগিরই।’

প্রযোজক শাহরিয়ার শাকিল ও অভিনেত্রী সাবিলা নূরশাকিল জানিয়েছেন, যেহেতু ভিন্ন ভিন্ন গল্প, তাই প্রতিটি গল্পের অভিনয়শিল্পীও ভিন্ন। ‘আষাঢ়ে গল্প’ ওয়েব সিরিজের ‘কাঠুরে’ নামের গল্পে দেখা যাবে ইমতিয়াজ বর্ষণ ও দোয়েলকে। ‘তাবিজ’ গল্পে নাজিফা তুষি ও খায়রুল বাসার; ‘মায়াদীঘি’ গল্পে আহমেদ রুবেল, অর্চিতা স্পর্শিয়া ও সুষমা সরকার; ‘কক্ষমিত্র’ গল্পে নাদিয়া আফরিন মিম, সেমন্তী সৈমী ও নিশাত প্রিয়ম এবং ‘মাছে ভাতে বাঙালি’ গল্পে অভিনয় করছেন আসাদুজ্জামান নূর ও সাবিলা নূর।

জানা গেছে, ‘আষাঢ়ে গল্প’ ওয়েব সিরিজটি প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপনে সহপাঠীদের অপ্রীতিকর ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠাতেন বাকৃবি ছাত্রী

আন্তদেশীয় ট্রেন চালু করতে ভারতকে ফের চিঠি দেবে বাংলাদেশ

পদ্মা চরের আতঙ্ক কাঁকন বাহিনী

আপনার রাশিফল: অতি আত্মবিশ্বাসের লাগাম টানুন, ভুল ধরলে রোমান্স বরবাদ

কৃত্রিম বৃষ্টি ঝরাতে দিল্লিতে ‘ক্লাউড সিডিং’, প্রথম চেষ্টায় ব্যর্থ ভারত

এলাকার খবর
Loading...