Ajker Patrika

পদচারী-সেতুর দাবিতে সড়কে শিক্ষার্থীরা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
পদচারী-সেতুর দাবিতে সড়কে শিক্ষার্থীরা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফুটওভারব্রিজের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় এ মানববন্ধন করা হয়।

মানববন্ধন শেষে কিছু সময় সড়ক অবরোধ করে রাখা হয়। এ সময় তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্থানীয় লোকজন কর্মসূচিতে অংশ নেন। 
ওই কর্মসূচিতে মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজ, মৌচাক আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, শাহজাহান আলী স্কুল অ্যান্ড কলেজ, কোনাবাড়ি ডিগ্রি কলেজসহ আশপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ কয়েক শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থী মুন্না বলে, ‘ফুটওভার ব্রিজ না থাকায় প্রতি মাসেই এখানে ঘটছে দুর্ঘটনা। মহাসড়কের দুপাশেই রয়েছে বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে প্রতিদিন ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা স্কুলে যায়। শিক্ষার্থীরা মহাসড়ক পার হতে গিয়ে মাঝেমধ্যেই দুর্ঘটনার শিকার হয়। শিক্ষার্থীরা মানববন্ধনের সময় আরও বলে, ওই স্থানে একটি ফুটওভার ব্রিজের জন্য সড়ক ও জনপদ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী বরাবর বেশ কয়েকবার স্মারকলিপি দেওয়া হয়েছে।

কিন্তু তাঁরা কোনো পদক্ষেপ নেননি। দুর্ঘটনা এড়াতে ও ছাত্রছাত্রীদের নিরাপদ চলাচলের জন্য ফুটওভার ব্রিজ প্রয়োজন। 
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘ফুটওভারব্রিজের দাবিতে শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় মানববন্ধন করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত