Ajker Patrika

যুক্তরাজ্যের সংসদে চীনের গুপ্তচরবৃত্তি

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১০: ০৫
যুক্তরাজ্যের সংসদে চীনের গুপ্তচরবৃত্তি

যুক্তরাজ্যের সাংসদের অন্যায্যভাবে প্রভাবিত করতে চীনা বংশোদ্ভূত এক ব্রিটিশ নারীকে বেইজিং নিযুক্ত করেছে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির মিলিটারি ইন্টেলিজেন্স, সেকশন-৫ বা এমআই৫। বিভিন্ন বিষয়ে চীনা কমিউনিস্ট পার্টির অবস্থান প্রচার করতে ক্রিস্টিন চিং কুই লি নামের ওই নারী যুক্তরাজ্যের সাংসদের তহবিল দেন। এমআই ৫ এর উদ্ধৃতি দিয়ে দেশটির স্পিকার লিন্ডসে হোয়েল সাংসদের এ বিষয়ে সতর্ক করেছেন।

বিবিসির তথ্যমতে, বিরোধী দল লেবার পার্টির সাংসদ ব্যারি গার্ডিনারকে বিভিন্ন সময়ে ৪ লাখ ২০ পাউন্ডের বেশি তহবিল দিয়েছেন ক্রিস্টিন লি। তবে লি’র ক্রিস্টিন লি অ্যান্ড কো ল ফার্মের তরফে গবেষণা তহবিল নেওয়ার আগে তা নিজেদের গোয়েন্দা সংস্থার সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন গার্ডিনার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...