Ajker Patrika

একই দিনে তিন এলাকায় ঝুলন্ত তিন লাশ

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৯: ১২
একই দিনে তিন এলাকায় ঝুলন্ত তিন লাশ

রাজধানীর পৃথক স্থান থেকে এক গৃহকর্মীসহ তিনজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মৃতরা হলেন শান্তিনগরের সা‌দিয়া (১৬), মুগদার বিদ্যুৎ (১৮) ও রামপুরার রিন‌ভী আক্তার (২৩)। গত শনিবার দিবাগত রাতে তাঁরা মারা যান।

পল্টন থানার এসআই আনিসুর রহমান জানান, সাদিয়ার বাড়ি ফরিদপুর জেলায়। কয়েক মাস ধরে সাদিয়া শান্তিনগরের পীর সাহেব গলির ১২৫ নম্বর বাড়ির চতুর্থ তলার একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিল। শনিবার রাতে সাদিয়াকে বাসায় একা রেখে ওই বাসার বাকিরা একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাননি।  পরে বাসার সিকিউরিটি গার্ডকে সঙ্গে নিয়ে মিস্ত্রি এনে রুমের দরজা খুলে ভেতরে গিয়ে দেখেন, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো সাদিয়ার লাশ। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মুগদার উত্তর মান্ডা খালপাড় এলাকায় ৩৫/১ বাড়ির নিচতলায় দাদা-দাদির সঙ্গে থাকত বিদ্যুৎ। তাঁর স্থায়ী বাড়ি ঢাকার নবাবগঞ্জে। তাঁর চাচা আবুল কালাম জানান, বিদ্যুৎ রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করত। কিছুটা মাদকাসক্ত ছিল সে। শনিবার রাতে খাবার খেয়ে সে রুম থেকে দ্রুত বের হয়ে যায়। রাত ১১টার দিকে বাড়িটির পঞ্চম তলার ছাদে পানির পাইপের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁকে পাওয়া যায়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

মৃত রিন‌ভী আক্তারের মামা শহিদুল ইসলাম জানান, রিনভীর স্বামী রা‌সেল আমেরিকাপ্রবাসী। মা-বাবার সঙ্গে রামপুরার তালতলা বি ব্লকের একটি বাসায় থাকত সে। শনিবার রাত ১১টার দিকে মায়ের সঙ্গে ঝগড়া করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পিছিয়ে গলায় ফাঁস দেন। পরে স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রামপুরার রিনভীর মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করেছে থানা-পুলিশ। বাকি দুটি মৃতদেহ ঢামেক মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত