Ajker Patrika

সেনবাগ পৌরসভা নির্বাচন

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৫: ২০
সেনবাগ পৌরসভা নির্বাচন

নোয়াখালীর সেনবাগ পৌরসভায় তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আবু জাফর টিপু। আগামী ২৮ নভেম্বর এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। শুক্রবার বিকেলে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, মেয়র পদে আওয়ামী লীগের ৮ নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাঁরা হলেন উপজেলা যুব লীগের সাবেক আহ্বায়ক আলী আক্কাস রতন, উপজেলা যুবলীগের আহ্বায়ক জাকারিয়া আল মামুন, পৌর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আবদুল মন্নান সিরাজি, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরেজ্জামান চৌধুরী, আওয়ামী লীগ নেতা মজিবুল হক বাবুল, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু, স্থানীয় সংসদ সদস্যের সেনবাগ প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী।

তাঁদের মধ্যে বর্তমান মেয়র আবু জাফর টিপুকেই মনোনয়ন দেয় দলীয় মনোনয়ন বোর্ড। এ সংবাদ পাওয়ার পরপরই পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে তাঁর সমর্থকেরা মসজিদে দোয়াসহ মিষ্টি বিতরণ করেছেন।

আগামী ২৮ নভেম্বর সেনবাগ পৌরসভাসহ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সেনবাগ পৌরসভা ও ছাতারপাইয়া ইউপিতে ইভিএমে ভোট নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত