Ajker Patrika

শাশুড়ির কথামতো ভোট না দেওয়ায় পুত্রবধূর ওপর হামলা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১০: ৫৩
শাশুড়ির কথামতো ভোট না দেওয়ায় পুত্রবধূর ওপর হামলা

গাজীপুরের কালিয়াকৈরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সৎ শাশুড়ির কথামতো ভোট না গৃহবধূকে আঘাত করে তাঁর চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার উপজেলার বোয়ালী ইউনিয়নের তালগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম আমেনা খাতুন। তিনি উপজেলার ওই গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী। আর অভিযুক্ত শাহাবুদ্দিনের সৎ মা জনুপা।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আমেনাকে সুরুজ মিয়া নামের এক ইউপি সদস্য প্রার্থীকে ভোট দিতে বলেন জনুপা। কিন্তু আমেনা আলী হোসেন নামের এক প্রার্থীকে ভোট দেন।

বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হন জনুপা। এর জেরে গত বুধবার সন্ধ্যায় আমেনার সঙ্গে জনুপার কথা-কাটাকাটি হয়। এ সময় জনুপা টিনের খণ্ড দিয়ে আমেনা খাতুনের বাম চোখে আঘাত করেন। এতে আমেনার চোখ বেয়ে রক্ত ঝড়তে থাকে। খবর পেয়ে আহত আমেনার স্বামী ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে গাজীপুরে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন।

শাহাবুদ্দিন বলেন, ‘আমার সৎ মাসহ পরিবারের অধিকাংশ সদস্য সুরজের নির্বাচন করে। তাঁদের কথা মতো ভোট না দেওয়ায় আমার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে চোখে টিনের একটি খণ্ড দিয়ে আঘাত করে। এতে তার চোখের মণির মারাত্মক ক্ষতি হয়েছে।’

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাসার বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুর-২ আসন: বিএনপিতে প্রতিযোগিতা, মাঠে একা সাঈদীর ছেলে

ভোটের সাত দিন আগেই কেন্দ্রে সেনা চায় বিএনপি

প্রতিবেশীদের ছাড়াই পরাশক্তি হওয়ার উচ্চাভিলাষ ভারতের, পারবে কি

সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ: স্বতন্ত্র প্রার্থীর ঘাড়ে ১ শতাংশ স্বাক্ষরের বোঝা থাকছেই

যমুনা রেলসেতুর পিলারে ফাটল, কর্তৃপক্ষ বলছে গঠনগত কোনো সমস্যা নয়

এলাকার খবর
Loading...