ক্রীড়া ডেস্ক
টেনিস কোর্টে অবিশ্বাস্য সময় কাটাচ্ছেন শীর্ষ বাছাই ইগা সিয়াতেক। টানা ৩২ ম্যাচ জেতা সিয়াতেককে যেন থামানোর সাধ্য কারও নেই! সর্বশেষ ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচে চীনা প্রতিপক্ষ কুইনওয়েন জেংয়ের বিপক্ষে পেয়েছেন ঘুরে দাঁড়ানো এক জয়। তিন সেটে গড়ানো লড়াইয়ে সিয়াতেক বাজিমাত করেছেন ৭-৬ (৭-৫), ০-৬ ও ২-৬ গেমে। শেষ আটে আজ তাঁর প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা।
রোলা গাঁরোতে দ্বিতীয় শিরোপার সন্ধানে থাকা সিয়াতেক অবশ্য ভাগ্যকেও কিছুটা ধন্যবাদ দিতে পারেন। জয়ের ধারায় থাকা সিয়াতেক পরশু রাতে কিছুটা ছন্দহীন ছিলেন। ব্যাটে-বলে সব মিলছিল না। অন্যদিকে প্রথম সেটে জেতার পর চোটে পড়েন জেং। পরে চিকিৎসা নিয়ে ফিরেও আর ছন্দ ফিরে পাননি। আর এই সুযোগ কাজে লাগিয়ে দারুণ এক জয় তুলে নেন সিয়াতেক।
পিছিয়ে পড়েও সিয়াতেকের ঘুরে দাঁড়ানোতে অবদান রেখেছে ব্রিটিশ সংগীতশিল্পী ডুয়া লিপার গান। তাঁর গান গেয়েই নিজেকে উজ্জীবিত করেন সিয়াতেক। এই পোলিশ টেনিস তারকা বলেন, ‘আমি মনে মনে গান গাচ্ছিলাম। প্রথম সেটেই আমি বুঝতে পেরেছিলাম, টেকনিক্যাল যে বিষয়গুলোয় আমি মনোযোগ দিচ্ছিলাম, তা কাজে লাগছিল না। সেটা করতে না পেরে আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়ি। তখন ডুয়া লিপার গান আমাকে সাহায্য করেছিল।’
ডুয়া লিপার গান গেয়ে নিজেকে উজ্জীবিত করলেও কোর্টের বাইরে বই পড়তেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সিয়াতেক। বিশেষ করে ম্যাচের আগে। কদিন আগে বিসিবিতে এক কলামে সিয়াতেক লিখেছেন, ‘বই পড়া আমার সবচেয়ে বেশি পছন্দের শখগুলোর একটি। এটা আমাকে নির্ভার রাখে এবং ম্যাচ জেতায় মনোযোগী হতে সহায়তা করে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শুরুর ৪০ মিনিট আগে অগাথা ক্রিস্টির মার্ডার অন দ্য অরিয়েন্ট এক্সপ্রেস বইটি পড়ে শেষ করি।’ অগাথা ক্রিস্টি ছাড়া আলেক্সান্ডার ডুমা ও জর্জ অরওয়েলও নিজের পছন্দের লেখক বলে জানান সিয়াতেক।
এদিকে গতকাল শেষ আটের লড়াইয়ে ইতালিয়ান তারকা মার্টিনা থ্রেভিসানের কাছে হেরে গেছেন কানাডীয় তরুণী লেইলাহ ফার্নান্দেজ। তিন সেটের লড়াইয়ে মার্টিনা জিতেছেন ৬-২, ৬-৭ (৩-৭) ও ৬-৩ গেমে। তাঁর প্রতিপক্ষ সোলানে স্টেফানসকে হারান কোকো গাফ।
টেনিস কোর্টে অবিশ্বাস্য সময় কাটাচ্ছেন শীর্ষ বাছাই ইগা সিয়াতেক। টানা ৩২ ম্যাচ জেতা সিয়াতেককে যেন থামানোর সাধ্য কারও নেই! সর্বশেষ ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচে চীনা প্রতিপক্ষ কুইনওয়েন জেংয়ের বিপক্ষে পেয়েছেন ঘুরে দাঁড়ানো এক জয়। তিন সেটে গড়ানো লড়াইয়ে সিয়াতেক বাজিমাত করেছেন ৭-৬ (৭-৫), ০-৬ ও ২-৬ গেমে। শেষ আটে আজ তাঁর প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা।
রোলা গাঁরোতে দ্বিতীয় শিরোপার সন্ধানে থাকা সিয়াতেক অবশ্য ভাগ্যকেও কিছুটা ধন্যবাদ দিতে পারেন। জয়ের ধারায় থাকা সিয়াতেক পরশু রাতে কিছুটা ছন্দহীন ছিলেন। ব্যাটে-বলে সব মিলছিল না। অন্যদিকে প্রথম সেটে জেতার পর চোটে পড়েন জেং। পরে চিকিৎসা নিয়ে ফিরেও আর ছন্দ ফিরে পাননি। আর এই সুযোগ কাজে লাগিয়ে দারুণ এক জয় তুলে নেন সিয়াতেক।
পিছিয়ে পড়েও সিয়াতেকের ঘুরে দাঁড়ানোতে অবদান রেখেছে ব্রিটিশ সংগীতশিল্পী ডুয়া লিপার গান। তাঁর গান গেয়েই নিজেকে উজ্জীবিত করেন সিয়াতেক। এই পোলিশ টেনিস তারকা বলেন, ‘আমি মনে মনে গান গাচ্ছিলাম। প্রথম সেটেই আমি বুঝতে পেরেছিলাম, টেকনিক্যাল যে বিষয়গুলোয় আমি মনোযোগ দিচ্ছিলাম, তা কাজে লাগছিল না। সেটা করতে না পেরে আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়ি। তখন ডুয়া লিপার গান আমাকে সাহায্য করেছিল।’
ডুয়া লিপার গান গেয়ে নিজেকে উজ্জীবিত করলেও কোর্টের বাইরে বই পড়তেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সিয়াতেক। বিশেষ করে ম্যাচের আগে। কদিন আগে বিসিবিতে এক কলামে সিয়াতেক লিখেছেন, ‘বই পড়া আমার সবচেয়ে বেশি পছন্দের শখগুলোর একটি। এটা আমাকে নির্ভার রাখে এবং ম্যাচ জেতায় মনোযোগী হতে সহায়তা করে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শুরুর ৪০ মিনিট আগে অগাথা ক্রিস্টির মার্ডার অন দ্য অরিয়েন্ট এক্সপ্রেস বইটি পড়ে শেষ করি।’ অগাথা ক্রিস্টি ছাড়া আলেক্সান্ডার ডুমা ও জর্জ অরওয়েলও নিজের পছন্দের লেখক বলে জানান সিয়াতেক।
এদিকে গতকাল শেষ আটের লড়াইয়ে ইতালিয়ান তারকা মার্টিনা থ্রেভিসানের কাছে হেরে গেছেন কানাডীয় তরুণী লেইলাহ ফার্নান্দেজ। তিন সেটের লড়াইয়ে মার্টিনা জিতেছেন ৬-২, ৬-৭ (৩-৭) ও ৬-৩ গেমে। তাঁর প্রতিপক্ষ সোলানে স্টেফানসকে হারান কোকো গাফ।
সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইয়ের হরফুন মৌলা বা সকল কাজের কাজী আবদুর রহমানের বলা একটি বাক্য—‘ইনহাস্ত ওয়াতানাম’—‘এই আমার জন্মভূমি’। সে কথা বলার সময় আফগানি আবদুর রহমানের চোখেমুখে যে অম্লান দ্যুতি ছড়িয়ে পড়েছিল, সে কথা দিব্যি অনুভব করে নেওয়া যায়...
৯ ঘণ্টা আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪