টেনিস কোর্টে অবিশ্বাস্য সময় কাটাচ্ছেন শীর্ষ বাছাই ইগা সিয়াতেক। টানা ৩২ ম্যাচ জেতা সিয়াতেককে যেন থামানোর সাধ্য কারও নেই! সর্বশেষ ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচে চীনা প্রতিপক্ষ কুইনওয়েন জেংয়ের বিপক্ষে পেয়েছেন ঘুরে দাঁড়ানো এক জয়। তিন সেটে গড়ানো লড়াইয়ে সিয়াতেক বাজিমাত করেছেন ৭-৬ (৭-৫), ০-৬ ও ২-৬ গেমে। শেষ আটে আজ তাঁর প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা।
রোলা গাঁরোতে দ্বিতীয় শিরোপার সন্ধানে থাকা সিয়াতেক অবশ্য ভাগ্যকেও কিছুটা ধন্যবাদ দিতে পারেন। জয়ের ধারায় থাকা সিয়াতেক পরশু রাতে কিছুটা ছন্দহীন ছিলেন। ব্যাটে-বলে সব মিলছিল না। অন্যদিকে প্রথম সেটে জেতার পর চোটে পড়েন জেং। পরে চিকিৎসা নিয়ে ফিরেও আর ছন্দ ফিরে পাননি। আর এই সুযোগ কাজে লাগিয়ে দারুণ এক জয় তুলে নেন সিয়াতেক।
পিছিয়ে পড়েও সিয়াতেকের ঘুরে দাঁড়ানোতে অবদান রেখেছে ব্রিটিশ সংগীতশিল্পী ডুয়া লিপার গান। তাঁর গান গেয়েই নিজেকে উজ্জীবিত করেন সিয়াতেক। এই পোলিশ টেনিস তারকা বলেন, ‘আমি মনে মনে গান গাচ্ছিলাম। প্রথম সেটেই আমি বুঝতে পেরেছিলাম, টেকনিক্যাল যে বিষয়গুলোয় আমি মনোযোগ দিচ্ছিলাম, তা কাজে লাগছিল না। সেটা করতে না পেরে আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়ি। তখন ডুয়া লিপার গান আমাকে সাহায্য করেছিল।’
ডুয়া লিপার গান গেয়ে নিজেকে উজ্জীবিত করলেও কোর্টের বাইরে বই পড়তেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সিয়াতেক। বিশেষ করে ম্যাচের আগে। কদিন আগে বিসিবিতে এক কলামে সিয়াতেক লিখেছেন, ‘বই পড়া আমার সবচেয়ে বেশি পছন্দের শখগুলোর একটি। এটা আমাকে নির্ভার রাখে এবং ম্যাচ জেতায় মনোযোগী হতে সহায়তা করে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শুরুর ৪০ মিনিট আগে অগাথা ক্রিস্টির মার্ডার অন দ্য অরিয়েন্ট এক্সপ্রেস বইটি পড়ে শেষ করি।’ অগাথা ক্রিস্টি ছাড়া আলেক্সান্ডার ডুমা ও জর্জ অরওয়েলও নিজের পছন্দের লেখক বলে জানান সিয়াতেক।
এদিকে গতকাল শেষ আটের লড়াইয়ে ইতালিয়ান তারকা মার্টিনা থ্রেভিসানের কাছে হেরে গেছেন কানাডীয় তরুণী লেইলাহ ফার্নান্দেজ। তিন সেটের লড়াইয়ে মার্টিনা জিতেছেন ৬-২, ৬-৭ (৩-৭) ও ৬-৩ গেমে। তাঁর প্রতিপক্ষ সোলানে স্টেফানসকে হারান কোকো গাফ।
টেনিস কোর্টে অবিশ্বাস্য সময় কাটাচ্ছেন শীর্ষ বাছাই ইগা সিয়াতেক। টানা ৩২ ম্যাচ জেতা সিয়াতেককে যেন থামানোর সাধ্য কারও নেই! সর্বশেষ ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচে চীনা প্রতিপক্ষ কুইনওয়েন জেংয়ের বিপক্ষে পেয়েছেন ঘুরে দাঁড়ানো এক জয়। তিন সেটে গড়ানো লড়াইয়ে সিয়াতেক বাজিমাত করেছেন ৭-৬ (৭-৫), ০-৬ ও ২-৬ গেমে। শেষ আটে আজ তাঁর প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা।
রোলা গাঁরোতে দ্বিতীয় শিরোপার সন্ধানে থাকা সিয়াতেক অবশ্য ভাগ্যকেও কিছুটা ধন্যবাদ দিতে পারেন। জয়ের ধারায় থাকা সিয়াতেক পরশু রাতে কিছুটা ছন্দহীন ছিলেন। ব্যাটে-বলে সব মিলছিল না। অন্যদিকে প্রথম সেটে জেতার পর চোটে পড়েন জেং। পরে চিকিৎসা নিয়ে ফিরেও আর ছন্দ ফিরে পাননি। আর এই সুযোগ কাজে লাগিয়ে দারুণ এক জয় তুলে নেন সিয়াতেক।
পিছিয়ে পড়েও সিয়াতেকের ঘুরে দাঁড়ানোতে অবদান রেখেছে ব্রিটিশ সংগীতশিল্পী ডুয়া লিপার গান। তাঁর গান গেয়েই নিজেকে উজ্জীবিত করেন সিয়াতেক। এই পোলিশ টেনিস তারকা বলেন, ‘আমি মনে মনে গান গাচ্ছিলাম। প্রথম সেটেই আমি বুঝতে পেরেছিলাম, টেকনিক্যাল যে বিষয়গুলোয় আমি মনোযোগ দিচ্ছিলাম, তা কাজে লাগছিল না। সেটা করতে না পেরে আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়ি। তখন ডুয়া লিপার গান আমাকে সাহায্য করেছিল।’
ডুয়া লিপার গান গেয়ে নিজেকে উজ্জীবিত করলেও কোর্টের বাইরে বই পড়তেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সিয়াতেক। বিশেষ করে ম্যাচের আগে। কদিন আগে বিসিবিতে এক কলামে সিয়াতেক লিখেছেন, ‘বই পড়া আমার সবচেয়ে বেশি পছন্দের শখগুলোর একটি। এটা আমাকে নির্ভার রাখে এবং ম্যাচ জেতায় মনোযোগী হতে সহায়তা করে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শুরুর ৪০ মিনিট আগে অগাথা ক্রিস্টির মার্ডার অন দ্য অরিয়েন্ট এক্সপ্রেস বইটি পড়ে শেষ করি।’ অগাথা ক্রিস্টি ছাড়া আলেক্সান্ডার ডুমা ও জর্জ অরওয়েলও নিজের পছন্দের লেখক বলে জানান সিয়াতেক।
এদিকে গতকাল শেষ আটের লড়াইয়ে ইতালিয়ান তারকা মার্টিনা থ্রেভিসানের কাছে হেরে গেছেন কানাডীয় তরুণী লেইলাহ ফার্নান্দেজ। তিন সেটের লড়াইয়ে মার্টিনা জিতেছেন ৬-২, ৬-৭ (৩-৭) ও ৬-৩ গেমে। তাঁর প্রতিপক্ষ সোলানে স্টেফানসকে হারান কোকো গাফ।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫