Ajker Patrika

শিল্পকলায় শুরু তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

শিল্পকলায় শুরু তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ৬৪ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় গতকাল শুরু হয়েছে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০২৩’। পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৬টি চলচ্চিত্র দেখানো হবে এবারের উৎসবে। আরও থাকছে ১০টি জেলায় ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স, প্যানেল আলোচনা, প্রীতি সম্মিলনী, চলচ্চিত্র নিয়ে মুক্ত আলোচনা ও আড্ডা।

গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বিশেষ অতিথি ছিলেন নির্মাতা হায়দার রিজভী, শামীম আখতার ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

উৎসবের পাঁচটি ক্যাটাগরির ৩৬টি সিনেমার মধ্যে রয়েছে ২৩টি সমকালীন চলচ্চিত্র (২০১৮-২০২২ সাল) এবং ১৩টি অন্যান্য ক্যাটাগরির চলচ্চিত্র। পুরস্কার প্রদানের লক্ষ্যে এসব চলচ্চিত্র থেকে বিজয়ী নির্বাচন করবে সাত সদস্যের একটি জুরিবোর্ড। এই বোর্ডে আছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, শিক্ষক ও চলচ্চিত্র নির্মাতা মসিহ্উদ্দিন শাকের, হায়দার রিজভী, নির্মাতা মোরশেদুল ইসলাম, গাজী রাকায়েত, চিত্রগ্রাহক ও শিক্ষক পঙ্কজ পালিত এবং সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

গতকাল উদ্বোধনী আয়োজনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সারা দেশের শিল্পকলা একাডেমিতে একযোগে দেখানো হয় নুরুল আলম আতিক পরিচালিত সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। এতে অভিনয় করেছেন আহমেদ রুবেল, ভাবনা, জ্যোতিকা জ্যোতি, আশীষ খন্দকার, স্বাগতা, লায়লা হাসান প্রমুখ।

আগামী ৩ মার্চ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে ১৫ দিনব্যাপী তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০২৩।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২০, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত