Ajker Patrika

বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষে রণক্ষেত্র আড়াইহাজার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১০: ৫৪
বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষে রণক্ষেত্র আড়াইহাজার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রলীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় বিএনপির নেতার একটি মার্কেটসহ বাড়ি ভাঙচুর করা হয়। গত রোববার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার আড়াইহাজার বাজারে এ ঘটনা ঘটে।

আড়াইহাজার সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমতিয়াজ হোসেন শাওন অভিযোগ করেন, রোববার বিকেলে তিনি আড়াইহাজার শহীদ মিনারসংলগ্ন রাস্তায় এলে রফিকুল ইসলাম রফিকসহ বেশ কয়েকজন তাঁর ওপর হামলা চালান। এ ঘটনায় রাতে ছাত্রলীগ ও যুবলীগের বেশ কিছু নেতা-কর্মী উপজেলা আওয়ামী লীগের অফিস থেকে মিছিল বের করে পায়রা চত্বরে যাচ্ছিলেন। মিছিলটি ডাকবাংলোর সামনে এলে জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক আনোয়ার হোসেন অনুর নেতৃত্বে একদল লোক তাঁদের মিছিলে হামলা চালিয়ে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ করেন।

ইমতিয়াজ হোসেন শাওন আরও বলেন, হামলায় আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের ভিপি নিহাদুল ইসলাম রাজু (২৩), ছাত্রলীগ নেতা আয়ুবুর রহমান হৃদ (২৩), ইকবাল হোসেন (২৩), আহসানউল্লাহ (৩৬), ইসমাইল (৩২), আকিব (২০), রমজান মিয়া (২৪), মো. রমজান (২২), হিমেল (২০), মো. আলী (২৮), ওসমান (৩৬), মো. রাকিব (৩২), রাসেল মিয়া (৩৪), আশরাফুল (১৮) ও রায়হান (২৩) মারাত্মকভাবে আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে পরে তাঁদের ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

অপরদিকে বিএনপির নেতা আনোয়ার হোসেন অনু অভিযোগ করেন, তাঁর ভাই রফিকুল ইসলাম একজন দলিল লেখক। তিনি ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য যাচ্ছিলেন, পথে শহীদ মিনারসংলগ্ন সড়কে ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন শাওনসহ ৪-৫ জন তাঁর ওপর হামলা চালান। তাঁরা রফিকুল ইসলামকে কুপিয়ে কয়েক লাখ টাকা ছিনতাই করে নিয়ে যান। এ ঘটনার প্রতিবাদে আনোয়ারের লোকজন সন্ধ্যায় ছাত্রলীগ নেতা ও ছিনতাইকারীদের বিচারের দাবিতে আড়াইহাজারে একটি মিছিল বের করেন। রাত সাড়ে ৯টার দিকে ইমতিয়াজ হোসেন শাওন ও নিহাদুল ইসলাম রাজুর নেতৃত্বে শতাধিক ছাত্রলীগ ও যুবলীগের কর্মী মিছিল করে আড়াইহাজার বাজারে তাঁদের আশিক সুপার মার্কেটে ও বাড়িতে অস্ত্র নিয়ে হামলা চালান। এলোপাতাড়ি গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে তাঁরা দোকানপাট, বাড়ি ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যান।

হামলায় আনোয়ার হোসেন অনু (৫২), আশিক (৪০), দেলোয়ার (৫৪), রেনু (৫৬), বেনু (৫৪), কবির (৪৪), সিকদার (৪৫), সফিকুল (৪২), মামুন (৩৬), ইয়াছিনসহ (২৮) বেশ কয়েকজন বিএনপি, যুবদলের নেতা-কর্মী আহত হন।

আনোয়ার হোসেন অনু আরও জানান, ঘটনার সময় পুলিশ এসে ছাত্রলীগের কর্মীদের তাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে শটগানের গুলি ছোড়ে। এ ঘটনায় রাতে বেশ কয়েকজন বিএনপির নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে।

এ ঘটনায় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন শাওন জেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন অনু, তাঁর স্ত্রী ঢাকা বিভাগের মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারসহ ১৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা করেন।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, রোববার রাতে দুষ্কৃতকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি এবং ইমতিয়াজ হোসেন শাওন বাদী হয়ে আরেকটি মামলা করেন। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত