Ajker Patrika

১২টি সোনার বারসহ জীবননগরে গ্রেপ্তার ১

জীবননগর প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৩
১২টি সোনার বারসহ জীবননগরে গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গার জীবননগরে ১২টি সোনার বারসহ শাহাবুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে মেদিনীপুর সীমান্তের খালপাড় ব্রিজের ওপর থেকে তাঁকে আটক করা হয়। শাহাবুল উপজেলার মেদিনীপুর গ্রামের বাসিন্দা। তিনি মোটরসাইকেলযোগে শার্ট ও প্যান্টের পকেটের ভেতরে করে বারগুলো পাচার করতে চেয়েছিলেন।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এত উল্লেখ করা হয়, মেদেনীপুর বিওপির নায়েক নজরুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের টহল দল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় মেদেনীপুর গ্রামের শেষপ্রান্তে খালপাড়া ব্রিজের ওপর থেকে সন্দেহভাজন ডিসকাভার মোটরসাইকেলযোগে কৌশলে পালানোর চেষ্টাকালে শাহাবুলকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তির শার্ট ও প্যান্টের দুই পকেটে স্কচটেপ দিয়ে ৩টি প্যাকেটে মোড়ানো ১২টি সোনার বার (১ কেজি ৩৯৭ গ্রাম) উদ্ধার করা হয়। পরে সোনার বার এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত