Ajker Patrika

অনলাইনে জঙ্গি কার্যক্রম চালিয়ে ‘ত্রিরত্ন’ উপাধি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১১: ২৮
অনলাইনে জঙ্গি কার্যক্রম চালিয়ে ‘ত্রিরত্ন’ উপাধি

অনলাইনে বিভিন্ন মাধ্যমে জঙ্গিবাদের প্রচারণার দায়িত্বে ছিলেন তাঁরা তিনজন। ভালো কাজ দেখানোর সুবাদে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলাম থেকে ‘ত্রিরত্ন’ উপাধিও পান এঁরা। তিনজনের দুজন আগেই গ্রেপ্তার হয়েছিলেন। বাকি ছিলেন একজন। অবশেষে সংগঠনের সেই দাওয়াতি শাখার প্রধান হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

গতকাল সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সিটিটিসি প্রধান ও পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।

সিটিটিসির কর্মকর্তাদের দাবি, হাসিবুরের গ্রেপ্তারের মধ্য দিয়ে অনলাইনে জঙ্গিবাদকে অনেকাংশেই নস্যাৎ করা যাবে। যাতে অনলাইন ও অফলাইন জঙ্গিবাদের ৮০ শতাংশ ঝুঁকিও কমে আসবে। সিটিটিসি সূত্রে জানা গেছে, গত রোববার রাজধানীর উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুর বেড়িবাঁধ এলাকা থেকে হাসিবুর রহমান নামের ওই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। ‘ত্রিরত্নের’ অন্য দুজন হলেন আল আমিন সিদ্দিকী ও নারী জঙ্গি জোবায়দা সিদ্দিকী নাবিলা। চলতি বছরেই দুজনকে গ্রেপ্তার করে সিটিটিসি। অবশ্য এর আগে জঙ্গিবাদের ত্রিরত্নের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি কর্মকর্তারা।

এদিকে হাসিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী রিমান্ডে নেওয়ার এ আদেশ দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সাইফুর রহমান আসামিকে আদালতে হাজির করে মামলাটির তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত