Ajker Patrika

খোন্দকার দেলোয়ারের মৃত্যুবার্ষিকী আজ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৭: ২১
খোন্দকার দেলোয়ারের মৃত্যুবার্ষিকী আজ

বিএনপির সাবেক মহাসচিব, ভাষাসৈনিক ও বরেণ্য রাজনীতিবিদ অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের ১৬ মার্চ ৭৮ বছর বয়সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খোন্দকার দেলোয়ারের ছেলে ও জেলা বিএনপির সহসভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, আজ বুধবার বাদ জোহর মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাঁচুরিয়ায় খোন্দকার দেলোয়ারের কবর জিয়ারত করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। পরে তাঁরা দোয়া মাহফিলে অংশ নেবেন। প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনায় সকাল থেকে চলবে কোরআন শরিফ খতম।

উল্লেখ্য, ঘিওর উপজেলার খিরাই পাচুরিয়া গ্রামে ১৯৩৩ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫২ সালে অনার্স ও ১৯৫৩ সালে মাস্টার্স পাস করেন। ১৯৫৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি চার ছেলে ও দুই মেয়ের বাবা ছিলেন।

খোন্দকার দেলোয়ার হোসেন মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর) নির্বাচনী আসন থেকে পাঁচবার সাংসদ নির্বাচিত হন। তিনি পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদে ক্ষমতাসীন সংসদীয় দলের চিফ হুইপ ছিলেন। সপ্তম জাতীয় সংসদে বিরোধী সংসদীয় দলের চিফ হুইপ ছিলেন। ২০০৭ সাল থেকে আমৃত্যু বিএনপির মহাসচিব ছিলেন খোন্দকার দেলোয়ার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত