Ajker Patrika

ঝগড়ার সময় শাশুড়িকে ধাক্কা, দেয়ালে লেগে মৃত্যু

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৪ জুন ২০২২, ১৬: ৫৬
ঝগড়ার সময় শাশুড়িকে ধাক্কা, দেয়ালে লেগে মৃত্যু

সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূ মিতা পারভীনের (২৫) ধাক্কায় শাশুড়ি মর্জিনা খাতুন (৬৪) নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার বিকেলে উপজেলার দেবীশহর গ্রামে এ ঘটনা ঘটে। মর্জিনা খাতুন একই গ্রামের আব্দুর রহমানের স্ত্রী ও উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমানের খালাতো বোন।

এক প্রতিবেশি জানান, বুধবার বিকেলে রান্না করা নিয়ে বউমা-শ্বাশুড়ির ঝগড়া শুরু হয়। এতে ক্ষুব্ধ হয়ে শাশুড়ি মর্জিনা খাতুন বউমা মিতা পারভীনকে দুটো চড় মারেন। ক্ষিপ্ত হয়ে বউমা এ সময় শাশুড়িকে ধাক্কা দেন। এতে তাঁর শাশুড়ির মাথা দেওয়ালে আঘাত লেগে ফেটে যায়।

গুরুতর আহত অবস্থায় মর্জিনা খাতুনকে প্রথমে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সামেক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মর্জিনা খাতুন মারা যান।

মর্জিনার স্বামী আব্দুর রহমান জানান, ‘পারিবারিক সমস্যা নিয়ে গোলোযোগ হয়। মরদেহ বাড়িতে এনে রাখা হয়েছে। মামলা-মোকদ্দমার ঝামেলায় না যাওয়ায় ময়নাতদন্ত করা হয়নি।’

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে পরিবারের অভিযোগ না থাকায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহত মর্জিনা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত