Ajker Patrika

যুব দিবসে নানা আয়োজন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১০: ৪৪
যুব দিবসে নানা আয়োজন

নানা আয়োজনে বিভিন্ন স্থানে জাতীয় যুব দিবস উদ্‌যাপন করা হয়েছে। ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে গতকাল সোমবার দিবসটি উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা বের করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:

দৌলতখান (ভোলা) : নানা আয়োজনের মধ্য দিয়ে ভোলার দৌলতখানে জাতীয় যুব দিবস-২০২১ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার ১১টার দিকে যুব উন্নয়ন কর্মকর্তা খবির হোসেন চৌধুরীর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে শোভাযাত্রা, আলোচনা সভা, সনদপত্র বিতরণ করা হয়। পরে ৭ জন প্রশিক্ষিত বেকার ও প্রশিক্ষিত বেকার তরুণ-তরুণীদের মাঝে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৫ লাখ ৩৫ হাজার টাকা ঋণ দেওয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, ‘ডিজিটাল, জ্ঞানভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় যুবরাই মূল চালিকাশক্তি। যুব সমাজের মেধা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব। আশা করি, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যুব সমাজ তাদের প্রতিভা ও প্রাণশক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে অবদান রাখবে।’ এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান, আইনুন নাহার বিনু, দৌলতখান সরকারি কলেজ প্রাক্তন অধ্যক্ষ শ. ম. ফারুক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হোসেন, কৃষি কর্মকর্তা সুমন হাওলাদার, সমবায় কর্মকর্তা বিমল চন্দ্র মজুমদার, সরকারি সমাজসেবা কর্মকর্তা হুমায়ুন কবির প্রমুখ।

কাঠালিয়া (ঝালকাঠি) : কাঠালিয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বদু শিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উজির শিকদার। বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, আত্মকর্মী মর্জিনা বেগম, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

ভেদরগঞ্জ (শরীয়তপুর) : ভেদরগঞ্জ উপজেলায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা হয়েছে। গতকাল সোমবার ১ নভেম্বর বেলা ১১টার দিকে ভেদরগঞ্জ উপজেলার শহীদ আক্কাস-শহীদ মহিউদ্দিন সম্মেলন কক্ষে জাতীয় যুব দিবস উদ্‌যাপন উপলক্ষে যুব সমাবেশ ও আলোচনা সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাফিউল মাজলুবিন রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ছালাউদ্দিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত