Ajker Patrika

ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড ৩ ভাইয়ের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৮: ০১
ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড ৩ ভাইয়ের যাবজ্জীবন

নড়াইলে হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড ও তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

নড়াইল সদর উপজেলার ভবানীপুর গ্রামের কৃষক মফি শেখ (২৮) হত্যা মামলায় তাঁর ছোট ভাইয়ের ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা এবং বড় ভাইসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ দণ্ডাদেশ ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদন্ড দণ্ডপ্রাপ্ত আসামি হলেন নড়াইল সদর উপজেলার ভবানীপুর গ্রামের জামিনুর রহমান মোল্যা (৩৫) এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির বড় ভাই সাদ্দাম হোসেন শুভ (৩৭), তাঁদের আত্মীয় একই গ্রামের সহিদ মোল্যা (৪৫) ও সাত্তার মোল্যা (৬২)।

মামলার বিবরণে জানা যায়, ১৮ জুলাই ২০১৬ সালে সকাল ১০টায় মফি শেখ তাঁর ৯ বছরের শিশুপুত্র মিঠু শেখের স্কুলের উপবৃত্তির টাকা তুলতে সরকেলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে যান। উপবৃত্তির টাকা তুলে বাই সাইকেলযোগে বাড়ি ফেরার সময় দুপুর সাড়ে ১২টার সময় মাথাভাঙ্গা সেতুর ওপর পৌঁছালে আসামিরা মফি শেখের গতিরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ের ডান কানের পাশে কুপিয়ে গুরুতর জখম করে। আসামি সাইকেল থেকে পড়ে যাওয়ার পর তাঁর শিশু সন্তানের সামনেই নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান। এ সময় খবর পেয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী উদ্ধার করে তাঁকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় নিহতের স্ত্রী রেক্সোনা বেগম বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেন।

এই মামলায় আদালত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে ৬ জন আসামির মধ্যে দুজন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দিয়েছেন এবং ৪ জনকে দণ্ডাদেশ দিয়েছেন। রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী রেকসোনা খাতুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত