Ajker Patrika

হাওরে দুলছে সোনালি স্বপ্ন

রাজন চন্দ, তাহিরপুর (সুনামগঞ্জ)
আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৫: ৩৫
Thumbnail image

সবুজ ধানে ভরে গেছে খেত। হাওরের বাতাসে দুলছে ধানগাছ। সিলেটে শস্যভান্ডার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ছোট-বড় ২৩টি হাওরে ধানের আবাদ হয়েছে। যত দূর চোখ যায়, ঢেউয়ের মতো দুলছে ধানগাছ। আর এই ঢেউয়ে দুলছে হাওরপারের কৃষকদের স্বপ্ন।

কৃষকেরা জানান, নির্ধারিত সময়ে চাষিরা ধান রোপণ করেছেন। যথাসময়ে সার, কীটনাশক ও সেচ দিতে পারায় ধানগাছ উজ্জীবিত রয়েছে। কদিন পরেই সবুজ ধানগাছ হলুদ বর্ণ ধারণ করবে। এরপর সোনালি ধানের শিষে ঝলমল করবে ফসলের মাঠ। মাঠভরা ফসলের স্বপ্ন দেখে কৃষকদের চোখেমুখে ফুটে উঠেছে আনন্দের ছাপ। আবহাওয়া অনুকূলে থাকলে বোরো ধানের বাম্পার ফলন হবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রমতে, সুনামগঞ্জে ধান উৎপাদনের দিক থেকে তাহিরপুর উপজেলা রয়েছে শীর্ষে। চলতি মৌসুমে এ উপজেলার সাতটি ইউনিয়নে ১৭ হাজার ৪৯৫ হেক্টর জমিতে ইরি ও বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ধানের শিষ বের হয়েছে। তবে কিছু কিছু জমিতে ধানে রোগ দেখা দিলেও এখন তা কমে গেছে। পোকা থেকে ধানের সুরক্ষার জন্য কৃষকেরা কীটনাশক ছিটাচ্ছেন।

উপজেলার শনি হাওর ও মাটিয়ান হাওর ঘুরে দেখা গেছে, হাওরগুলোতে বোরো ধানের সমারোহ। ধানখেতে পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। হাওরের একমাত্র ফসল বোরো ধান হওয়ায় কৃষকেরা এ মৌসুম ঘিরেই স্বপ্ন দেখেন।

স্থানীয়রা জানান, চলতি বছরে বোরো ধান ভালো হয়েছে। আর কয়েক দিন পরই ধান কাটা শুরু করা যাবে। এখন পর্যন্ত ধানের কোনো ক্ষতি হয়নি। চারাগুলো সবল-সতেজ রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন হবে। এদিকে কৃষি কার্যালয় সার্বক্ষণিক তাঁদের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছেন।

শনি হাওরপারের কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘আমি প্রায় ২৪ কিয়ার জমিতে ধান চাষ করেছি। আশা করি ধানের বাম্পার ফলন হবে। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ফসল ঘরে তুলতে পারব।’

উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা বলেন, তাহিরপুর উপজেলার সব কটি হাওরে বোরো ধানের বাম্পার ফলন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠপর্যায়ে কাজ করে আসছি। এ পর্যন্ত বোরো চাষে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়নি। আবহাওয়া অনুকূলে রয়েছে। তাই ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

কৃষি কর্মকর্তা আরও বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার চেয়েও ধান উৎপাদন ছাড়িয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত