Ajker Patrika

নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৭
নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ

চট্টগ্রামের বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জমির উদ্দীন। গতকাল সোমবার তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে জমির উদ্দীন বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর লোকজন গত রোববার সন্ধ্যায় শ্রীপুর ভাঁ ফকির মাজার এলাকার আমার নির্বাচনী ক্যাম্পে আগুন দেন। এতে ক্যাম্পটি পুড়ে গেছে। নির্বাচনী প্রচারে বাধা দিয়ে একজন কর্মীকে মারধর করে আহত করেছেন। এ ছাড়া ৯ নম্বর ওয়ার্ডের ভোটারদের হুমকি দিচ্ছেন। নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলাসহ রাতে মুখোশ পড়ে লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছেন।’

অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ মোকারম বলেন, ‘এ পর্যন্ত চারবার নির্বাচন করেছি। নির্বাচনে ক্যাম্প পোড়ানোর সংস্কৃতি এ ইউনিয়নে নেই। নিজেদের ক্যাম্পে নিজেরা আগুন দিয়ে ইস্যু তৈরি করছেন জমির উদ্দীন। ব্যক্তিগত দ্বন্দ্বে নিয়ে সংঘর্ষে দুই ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনাকে নির্বাচনী ইস্যুতে বানাতে নিজের কর্মী দাবি করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী।’ প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাধারণ মানুষকে কেন্দ্র দখলের ভয়ভীতি দেখানোর কারণে আমি বলেছি, ‘তিনি কীভাবে কেন্দ্র দখল করবেন। করলে আমরা করতে পারি। তবে অসুষ্ঠু ভোটে আমি জিততে চাই না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত