Ajker Patrika

সম্পর্কের জেরে হত্যা করা হয় আকিবকে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৩: ০০
সম্পর্কের জেরে হত্যা করা হয় আকিবকে

আমান উল্লাহ খান আমির ওরফে রহমত উল্লাহ ও কিশোর আকিব একসঙ্গে রং মিস্ত্রির কাজ করত। সেই সুবাদে দুজনের মধ্যে ভালো সম্পর্ক ছিল। এতে আমিরের ঘরে আশ্রয় পায় আকিব। এ সময় আমিরের স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে আকিব হাসান। এর জেরে আকিবকে হত্যা করেন আমির।

গত শনিবার আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে এ কথা জানান রহমত উল্লাহ ওরফে আমির।

গত শনিবার বিকেলে চট্টগ্রাম জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারিক হাকিম কৌশিক আহমেদ খন্দকারের আদালতে তিনি এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। স্ত্রীর সঙ্গে আকিবের অনৈতিক সম্পর্কের জের ধরে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকারোক্তিতে বলেন।

স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আমির বলেন, ‘আকিবকে পরিকল্পনা অনুযায়ী হত্যার জন্য দোকান থেকে ৬০ টাকা দিয়ে একটি ছুরি কেনেন। কাজের কথা বলে হাইদগাঁও ইউনিয়নের গুচ্ছগ্রাম পাহাড়ি অঞ্চলে অবস্থিত আশ্রয়ণ প্রকল্পে আকিবকে নিয়ে যান। সেখানে নেওয়ার পর নির্জন স্থানে স্ত্রীর সঙ্গে সম্পর্কের বিষয়টি তুলে বিবাদ শুরু করেন। বিবাদের একপর্যায়ে ছুরিকাঘাত করে আকিবকে হত্যা করেন। পরে শৌচাগারের সেপটিক ট্যাংকে ফেলে মুখ বন্ধ করে দেন।’

এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে আকিবের বাবা মোহম্মদ আলী হাসান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে পটিয়া থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় আমিরকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ জানায়, আকিব হাসান হত্যার আসামি আমিন উল্লাহকে প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিতে চান। পরে তাঁকে আদালতে নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত