Ajker Patrika

নূর ক্রিয়েশনস নিয়ে আসছে দেশাত্মবোধক ৫ গান

নূর ক্রিয়েশনস নিয়ে আসছে দেশাত্মবোধক ৫ গান

বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় আগামী ১ ডিসেম্বর প্রকাশিত হবে পাঁচটি দেশাত্মবোধক গান। নূর ক্রিয়েশনসের আয়োজনে গানগুলো সুর করেছেন মুরাদ নূর, সংগীতায়োজন করেছেন শেখ সাদী খান।

সম্প্রতি রাজধানীর ফোকাস ও শৈল্পিক স্টুডিওতে গানগুলোর কণ্ঠধারণের কাজ হয়। গানগুলো হলো ‘বিজয়ের উল্লাস’, কণ্ঠ মোমিন বিশ্বাস, কথা মোহাম্মদ রফিকউজ্জামান;  ‘বিজয়ের দিন’, কণ্ঠ স্মরণ, কথা ডা. রুখসানা পারভীন; ‘নাম বাংলাদেশ’, কণ্ঠ সাব্বির জামান, কথা গোলাম মোর্শেদ; ‘আমার বাংলাদেশ’, কণ্ঠ মাটি রহমান, কথা শহীদুল্লাহ ফরায়জী এবং ‘হাসবে বাংলাদেশ’, কণ্ঠ আতিক বাবু, আলতাফ হোসেন, মোমিন বিশ্বাস, মাটি রহমান ও স্মরণ, কথা রাসেল আশেকী।

১ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীতশালা মিলনায়তনে ‘বিজয়ের উল্লাস’ শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হবে গানগুলো। এ প্রসঙ্গে সুরকার মুরাদ নূর বলেন, ‘আমার সংগীতগুরু শেখ সাদী খানের সঙ্গে সৃষ্টিশীল কাজে যুক্ত হব, এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন। আমার সেই স্বপ্ন পূর্ণ হতে চলেছে। এই স্বপ্নপূরণে যাঁরা সহযোগিতা করেছেন, পাশে থেকেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

সংগীত পরিচালক শেখ সাদী খান বলেন, ‘নূর আমাকে গুরু ডাকে, আমিও তাকে ছায়া দিয়ে রাখি, পছন্দ করি। তার সৃষ্টিশীলতার আগ্রহ, শেখার প্রচেষ্টা আমাকে মুগ্ধ করে। কথার সঙ্গে সমন্বয় করে সুর করার চেষ্টা করেছে সে, তরুণেরাই আমাদের ঐতিহ্যের সংস্কৃতিকে এগিয়ে নেবে। নূরকে দোয়া ও ভালোবাসা। সবাই পরীক্ষিত কণ্ঠশিল্পী। নিশ্চয়ই ভালো কিছু হবে।’

সুরকার নূর জানিয়েছেন, প্রথম গান রেকর্ডিংয়ে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমির প্রতিনিধিরা এবং বিজয় উল্লাস অনুষ্ঠানের আহ্বায়ক নির্মাতা বদিউল আলম খোকন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণভোট আর নির্বাচন এক দিনে করার প্রস্তাব উদ্ভট: জামায়াত নেতা তাহের

জুলাই সনদে স্বাক্ষর: হঠাৎ সংকট, জরুরি বৈঠক শেষে স্বস্তি

আমরা চাই, আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক— প্রধান উপদেষ্টাকে সালাহউদ্দিন

চাকসুতে ভিপি-জিএসসহ ২৪টি পদে ছাত্রশিবিরের জয়, এজিএস ছাত্রদলের

চাকসুর ফল ঘোষণা নিয়ে ছাত্রদল-শিবির হট্টগোল, সহ-উপাচার্য অবরুদ্ধ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত