Ajker Patrika

চিকিৎসকের কাছে যাওয়া হলো না ছোট্ট তৃষার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৩: ৩৪
চিকিৎসকের কাছে যাওয়া হলো না ছোট্ট তৃষার

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক পার হওয়ার সময় মিনিবাসের চাপায় তৃষা আক্তার (৮) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা হয়। মা বুলবুল আক্তার ও ফুফু আলিয়া বেগমের হাত ধরে চিকিৎসকের কাছে যাচ্ছিল তৃতীয় শ্রেণি পড়ুয়া শিশুটি।

দুর্ঘটনায় নিহত তৃষা বাঁশবাড়িয়া ইউনিয়নের হাজীপাড়ার নুর নবীর মেয়ে। সে বাঁশবাড়িয়া হাজীপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত।

তার ফুফু আলিয়া বেগম বলেন, কয়েক দিন ধরে জ্বরসহ শারীরিক অসুস্থতায় ভুগছিল তৃষা। তাই গতকাল দুপুরে তাকে সীতাকুণ্ড পৌর সদরে চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ বাঁশবাড়িয়ায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা মিনিবাস তৃষাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কান্নাজড়িত কণ্ঠে আলিয়া বেগম বলেন, এ ঘটনার আকস্মিকতায় তৃষার মা বুলবুল আক্তার বাকরুদ্ধ হয়ে পড়েছেন। মেয়ে হারানোর শোকে পাগলপ্রায় হয়ে ছোটাছুটি করছেন তার বাবা। এ ঘটনায় তাঁদের বাড়িতে চলছে শোকের মাতম।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক। তিনি বলেন, দুর্ঘটনায় আহত হওয়ার পর শিশুটিকে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে দুর্ঘটনার পরই মিনিবাস নিয়ে পালিয়ে যাওয়ায় চালককে আটক করা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত