Ajker Patrika

সবুজ সংঘ ক্লাবের নির্বাচনে ১৮ ফরম জমা

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৭: ৩৫
সবুজ সংঘ ক্লাবের নির্বাচনে ১৮ ফরম জমা

বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী সবুজ সংঘ ক্লাবের কার্যকরী কমিটির নির্বাচনে ১৩ পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ১৮টি ফরম জমা পড়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র ক্রয় ও জমাদানের শেষ সময় হওয়ায় এর আগেই নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন।

এ সময় মোট ১৩টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মঙ্গলবার সন্ধ্যায় ক্লাবের প্রধান উপদেষ্টা জগদীশ চন্দ্র বাড়ৈ এ তথ্য নিশ্চিত করেন। এ সময় উপদেষ্টা দেবাশীষ বিশ্বাস দেব, সাহেব আলী ফরাজী ও সাবেক সভাপতি নাজমুল শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর মধ্যে সভাপতি পদে শামীম আনোয়ার বাবু, রাজু আহমেদ ফরাজী, সহসভাপতি পদে মো. আল আমিন শেখ (লিটন), অমলেশ সাহা, শেখ শহিদ, মো. ইব্রাহীম মুন্সী, সাধারণ সম্পাদক পদে মো. জাহিদ শেখ, অলিপ কুমার সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. জাহাঙ্গীর হোসেন বিন্দু, সাংগঠনিক সম্পাদক পদে সাংবাদিক সেলিম সুলতান সাগর, দপ্তর সম্পাদক পদে প্রদীপ মণ্ডল, কোষাধ্যক্ষ পদে হিমাংশু রায়, আল মামুন, ক্রীড়া সম্পাদক পদে সত্যজিৎ মণ্ডল, সহ-ক্রীড়া সম্পাদক পদে ইমরোজ হায়দার মুকুল, সাংস্কৃতিক সম্পাদক পদে বুদ্ধদেব গুহ, সমাজকল্যাণ সম্পাদক পদে মো. ইব্রাহীম মীর ও প্রচার সম্পাদক পদে সমীর মণ্ডল মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সবুজ সংঘ ক্লাবের কার্যকরী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা মো. আবু মুছা জানান, ১৩টি পদের নির্বাচনে মোট ১৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বুধবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত