Ajker Patrika

পাঁচ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১০: ১৫
পাঁচ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

গাজীপুরের শ্রীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তিন চেয়ারম্যান প্রার্থীসহ পাঁচজনকে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাচন কর্মকর্তা আল নোমান এ নোটিশ দেন।

নোটিশ পাওয়া তিন চেয়ারম্যান প্রার্থী হলেন প্রহলাদপুর ইউনিয়ন পরিষদে নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নূরুল হক আকন্দ (নৌকা), গাজীপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. সিরাজুল হক মাদবর (ঘোড়া), বরমী ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. তোফাজ্জল হোসেন (আনারস)। অপরদিকে দুজন সাধারণ সদস্য হলেন বরমী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মোশাররফ হোসেন (মোরগ), একই ইউপির ৭ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য আবু হানিফ (ফুটবল)।

নির্বাচন কর্মকর্তা ০আল নোমান বলেন, প্রতীক বরাদ্দের দিনে বরমী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন শ্রীপুর উপজেলা চত্বরে মিছিল-শোভাযাত্রা করেছেন। যা নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর বিধির উপবিধি (১) (২) সুস্পষ্ট লঙ্ঘন করেছে। একই ধারায় সাধারণ সদস্য মো. মোশাররফ হোসেন ও আবু হানিফকে নোটিশ করা হয়েছে।

নির্বাচন কর্মকর্তা বলেন, গাজীপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক মাদবর ঘোড়া প্রতীক জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারণা করেছেন। এরূপ কার্যকলাপ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর বিধি ১০ লঙ্ঘন করেছে। প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের নৌকা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত