Ajker Patrika

ফেরি নিয়ে জটিলতায় যানজটে নাকাল

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৩: ৩৪
ফেরি নিয়ে জটিলতায় যানজটে নাকাল

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় আছে সাত শতাধিক পণ্য ও যাত্রীবাহী যানবাহন। ঘাট এলাকায় শুধু পণ্যবাহী যানবাহনের সারি প্রায় চার কিলোমিটার ছুঁয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন অপেক্ষমাণ যানবাহনের চালক, সহযোগী ও যাত্রীরা। ঘাট কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যানবাহন পারাপার করছে। তবে পণ্যবাহী যানবাহনকে ফেরির নাগাল পেতে অপেক্ষা করতে হয় দিনের পর দিন।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, পাটুরিয়ার পাঁচটি ফেরিঘাটের তিনটির পন্টুন বন্ধ আছে। ৩ ও ৪ নম্বর ঘাটের মাত্র দুটি পন্টুন চালু আছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ৪ নম্বর ঘাটের পন্টুনের র‍্যাম বিকল থাকায় তা মেরামত চলায় সাময়িক বন্ধ থাকে।

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচল করা ছোট-বড় ২০টি ফেরির মধ্যে চারটি বন্ধ আছে। অন্যদিকে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় এ পথে রয়েছে যানবাহনের বাড়তি চাপ।

গতকাল দুপুরে পাটুরিয়া ফেরিঘাটমুখী মহাসড়কে দেখা গেছে, পণ্যবাহী যানবাহনের প্রায় চার কিলোমিটার লম্বা সারি। পাটুরিয়া ফেরিঘাটের দুটি ট্রাক টার্মিনাল ছিল অপেক্ষমাণ ট্রাকে ভরা। ঘাটে সাত শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

পাটুরিয়া ট্রাক টার্মিনালে ফেরি পারের অপেক্ষায় থাকা কয়েকজন ট্রাকচালক বলেন, জরুরি পণ্যবাহী ট্রাকসহ যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ি দুই থেকে তিন ঘণ্টার অপেক্ষায় ফেরি পার হতে পারছে। তবে সাধারণ পণ্যবাহী যানবাহনকে দিনের পর দিন অপেক্ষায় থাকতে হচ্ছে।

পাটুরিয়া জিরো পয়েন্টে ট্রাফিক বক্সের সামনে অপেক্ষমাণ গোল্ডেন লাইন পরিবহনের বাসের যাত্রী নাঈম শিকদার বলেন, ‘সকাল সাড়ে ৯টায় পাটুরিয়া ঘাটের মুখে বাসের লম্বা সিরিয়ালের পেছনে পড়ি। প্রায় চার ঘণ্টায় গাড়িটি এ পর্যন্ত পৌঁছেছে।’

আইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, ‘সাপ্তাহিক ছুটি ও শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় এ রুটে বাড়তি যানবাহন পারাপার অব্যাহত রয়েছে। এ ছাড়া ঘাটের উভয় প্রান্তে ফেরিতে যানবাহন লোড-আনলোডে পন্টুন সংকট ও অকেজো থাকায় পরিস্থিতি ক্রমেই প্রকট আকার ধারণ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত