Ajker Patrika

এসিল্যান্ড পরিচয়ে অর্থ আত্মসাতের চেষ্টা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৬: ৫৩
এসিল্যান্ড পরিচয়ে  অর্থ আত্মসাতের চেষ্টা

মৌলভীবাজারের বড়লেখায় সহকারী কমিশনার (ভূমি) পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে একটি প্রতারকচক্র ব্যবসায়ীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিষয়টি অবগত হয়ে গত বুধবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন ‘এসিল্যান্ড বড়লেখা’ ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট শেয়ার করেছেন।

সেই পোস্টে বলা হয়েছে, ‘ইদানীং মোবাইলে বড়লেখার এসিল্যান্ডের পরিচয় দিয়ে কিছু প্রতারক মোবাইলকোর্টের মিথ্যা ভয়ভীতি প্রদর্শন করে বড়লেখার ব্যবসায়ীদের এই ০১৬১০৪৭০৫৮৮ মোবাইল নম্বর হতে বিকাশে টাকা চেয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এই ভুয়া পরিচয়ধারী প্রতারক থেকে সবাই সচেতন ও সতর্ক থাকুন।’

এ ব্যাপারে জানতে চাইলে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বড়লেখার কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেছেন, তাঁদের কাছে সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে দিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ভয় দেখিয়ে বিকাশে টাকা চাওয়া হচ্ছে। বিষয়টি জানার পর সবাইকে সতর্ক থাকতে ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেছি। সম্ভবত কেউ প্রতারিত হননি। তবে আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি জানিয়েছি। তিনি বিষয়টি থানার ওসিকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত