Ajker Patrika

ভবিষ্যতে নৌকার মনোনয়ন আশা করতে পারবেন না

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৬: ৩৫
ভবিষ্যতে নৌকার মনোনয়ন আশা করতে পারবেন না

রাজবাড়ী–২ আসনের সাংসদ মো. জিল্লুল হাকিম বলেছেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে শেখ হাসিনার নৌকার বিরুদ্ধে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের দল থেকে বহিষ্কার করা হবে। আওয়ামী লীগ থেকে বহিষ্কার হলে তাঁদের রাজনীতি ধ্বংস হয়ে যাবে। ভবিষ্যতে আর কোনো দিন নৌকার মনোনয়নের আশা করতে পারবেন না। গতকাল বুধবার বিকেলে পাট্টা ইউনিয়নের পাট্টা বাজার সংলগ্ন ফুটবল মাঠে তাঁকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে সাংসদ বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিমকে এ সংবর্ধনা জানানো হয়।

বিদ্রোহীদের হুঁশিয়ারি দিয়ে এ সাংসদ বলেন, আপনারদের সুখে–দুঃখে পাশে থেকেছি। আমার অন্তরের মানুষ আপনারা। আপনারা জননেত্রী শেখ হাসিনার প্রিয় মানুষ। এখনো যাঁরা দলের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন ভালো হয়ে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত