গোপালপুর প্রতিনিধি
লোকবলের অভাবে গোপালপুরের হেমনগর রেলস্টেশন চার বছর ধরে বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা। এ ছাড়া বিদ্যুৎ লাইন বন্ধ থাকায় সন্ধ্যার পরপরই স্টেশনটি ভুতুড়ে পরিবেশ ধারণ করে। পরিণত হয় নেশাখোরদের আখড়ায়।
জানা গেছে, গত ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-জামালপুর ভায়া বঙ্গবন্ধু সেতু পূর্ব রেললাইনে জামালপুর এক্সপ্রেস নামে এক জোড়া নতুন (উদয়ন ও পাহাড়িকা) আন্তনগর ট্রেন চালু করেন। ২৭ জানুয়ারি থেকে তা নিয়মিত চলাচল করছে। ট্রেনটি হেমনগর স্টেশনেও নিয়মিত থামে। এটি ছাড়াও ৩৭ আপ ৩৮ ডাউন বাহাদুরাবাদ এক্সপ্রেস, ২৫৩ আপ ২৫৪ ডাউন ধলেশ্বরী মেইল এবং ৭৫ আপ ৭৬ ডাউন লোকাল ট্রেনও হেমনগর স্টেশনে যাত্রী ওঠানামা করায়।
কিন্তু লোকবলের সংকটের অজুহাতে হেমনগর রেলস্টেশনটি চার বছর ধরে বন্ধ রয়েছে। এতে যাত্রীসেবা বিঘ্নিত হচ্ছে। রাতে বেলায় ট্রেনে ওঠানামায় প্রায়ই ছিনতাইকারীদের কবলে পড়তে হচ্ছে যাত্রীদের।
হেমনগর গ্রামের বাসিন্দা আতাউল মেতুল জানান, ২৭ জানুয়ারি থেকে নতুন আন্তনগর ট্রেনটি চালুর পর স্বল্প সময়ে ঢাকা যাতায়াত সহজতর হওয়ায় হেমনগর স্টেশনে যাত্রীর চাপ বেড়েছে। কিন্তু স্টাফের অভাবে পুরো স্টেশন এখন অরক্ষিত, অভিভাবকহীন। টিকিট মাস্টার না থাকায় যাত্রীরা এখান থেকে কোটায় অথবা স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করতেও পারছেন না। কেউ কেউ ১০ কিলোমিটার দূরে ভুঞাপুর অথবা ১৫ কিলোমিটার দূরের সরিষাবাড়ী স্টেশন থেকে টিকিট সংগ্রহ করেন। কিন্তু ওঠানামা করেন এ স্টেশন থেকেই।
হেমনগর গ্রামের হিরা তালুকদার এই স্টেশনের স্টেশন মাস্টার, কোয়ান্টার্সম্যান বুকিং ক্লার্কসহ অন্যান্য লোকবল নিয়োগ দিয়ে স্টেশনটি চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন মাস্টার মাসুম খান জানান, হেমনগর রেলস্টেশনে তিনজন মাস্টার, তিনজন কোয়ান্টার্সম্যান, তিনজন বুকিং ক্লার্ক এবং একজন চতুর্থ শ্রেণির পদ দীর্ঘদিন ধরে খালি। লোকবলের অভাবে স্টেশনটি টানা চার বছর ধরে বন্ধ।
লোকবলের অভাবে গোপালপুরের হেমনগর রেলস্টেশন চার বছর ধরে বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা। এ ছাড়া বিদ্যুৎ লাইন বন্ধ থাকায় সন্ধ্যার পরপরই স্টেশনটি ভুতুড়ে পরিবেশ ধারণ করে। পরিণত হয় নেশাখোরদের আখড়ায়।
জানা গেছে, গত ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-জামালপুর ভায়া বঙ্গবন্ধু সেতু পূর্ব রেললাইনে জামালপুর এক্সপ্রেস নামে এক জোড়া নতুন (উদয়ন ও পাহাড়িকা) আন্তনগর ট্রেন চালু করেন। ২৭ জানুয়ারি থেকে তা নিয়মিত চলাচল করছে। ট্রেনটি হেমনগর স্টেশনেও নিয়মিত থামে। এটি ছাড়াও ৩৭ আপ ৩৮ ডাউন বাহাদুরাবাদ এক্সপ্রেস, ২৫৩ আপ ২৫৪ ডাউন ধলেশ্বরী মেইল এবং ৭৫ আপ ৭৬ ডাউন লোকাল ট্রেনও হেমনগর স্টেশনে যাত্রী ওঠানামা করায়।
কিন্তু লোকবলের সংকটের অজুহাতে হেমনগর রেলস্টেশনটি চার বছর ধরে বন্ধ রয়েছে। এতে যাত্রীসেবা বিঘ্নিত হচ্ছে। রাতে বেলায় ট্রেনে ওঠানামায় প্রায়ই ছিনতাইকারীদের কবলে পড়তে হচ্ছে যাত্রীদের।
হেমনগর গ্রামের বাসিন্দা আতাউল মেতুল জানান, ২৭ জানুয়ারি থেকে নতুন আন্তনগর ট্রেনটি চালুর পর স্বল্প সময়ে ঢাকা যাতায়াত সহজতর হওয়ায় হেমনগর স্টেশনে যাত্রীর চাপ বেড়েছে। কিন্তু স্টাফের অভাবে পুরো স্টেশন এখন অরক্ষিত, অভিভাবকহীন। টিকিট মাস্টার না থাকায় যাত্রীরা এখান থেকে কোটায় অথবা স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করতেও পারছেন না। কেউ কেউ ১০ কিলোমিটার দূরে ভুঞাপুর অথবা ১৫ কিলোমিটার দূরের সরিষাবাড়ী স্টেশন থেকে টিকিট সংগ্রহ করেন। কিন্তু ওঠানামা করেন এ স্টেশন থেকেই।
হেমনগর গ্রামের হিরা তালুকদার এই স্টেশনের স্টেশন মাস্টার, কোয়ান্টার্সম্যান বুকিং ক্লার্কসহ অন্যান্য লোকবল নিয়োগ দিয়ে স্টেশনটি চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন মাস্টার মাসুম খান জানান, হেমনগর রেলস্টেশনে তিনজন মাস্টার, তিনজন কোয়ান্টার্সম্যান, তিনজন বুকিং ক্লার্ক এবং একজন চতুর্থ শ্রেণির পদ দীর্ঘদিন ধরে খালি। লোকবলের অভাবে স্টেশনটি টানা চার বছর ধরে বন্ধ।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪