Ajker Patrika

ইজিবাইকের চালককে হত্যা গ্রেপ্তার ৩

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৮
ইজিবাইকের চালককে হত্যা গ্রেপ্তার ৩

ঝালকাঠির নলছিটিতে সোবহান খলিফা (৬০) নামে এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার বিকেলে নলছিটি থানার উপপরিদর্শক মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মিন্টু (৫২), রুবেল হাওলাদার (৩৫) ও জসিম (৩৮)। নিহত সোবহান খলিফা উপজেলার তিমিরকাঠি এলাকার মৃত রশিদ খলিফার ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মফিজুর রহমান বলেন, ‘আমরা অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেছি। প্রথমে বরিশালের বাকেরগঞ্জ এলাকায় মিন্টুকে তাঁর শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করি। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বরিশাল বন্দর থানা থেকে রুবেল ও জসিমকে গ্রেপ্তার করা হয়। তাঁরা একটি ছিনতাইকারী চক্রের সদস্য। তাঁদের কাছ থেকে একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এই প্রাইভেটকারে করেই তারা বিভিন্ন স্থানে ছিনতাই করতেন।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, ‘ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে দুপুরেই আদালতে সোপর্দ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত