Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

এ সপ্তাহের ওটিটি

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর এই প্রতিবেদনে।
 
অগোচরা (বাংলা সিরিজ)
অভিনয়ে: জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার
দেখা যাবে: বিঞ্জ
গল্পসংক্ষেপ: পুরান ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে সাজানো হয়েছে সিরিজটি। একজন সাধারণ ছেলে রাজনীতির শিকার হয়ে কীভাবে আন্ডারওয়ার্ল্ডে জড়িয়ে পড়ে, তা নিয়েই গল্প।
 
ভাইরাস (বাংলা সিরিজ)
অভিনয়ে: তারিক আনাম খান, শ্যামল মাওলা, গোলাম ফরিদা ছন্দা
দেখা যাবে: চরকি
গল্পসংক্ষেপ: ভাইরাস কি শুধু মানুষের শরীরেই সংক্রমণ করে নাকি মানুষের মনেও অদৃশ্য ভাইরাসের বিস্তার ঘটে গোপনে? যদি তা-ই হয়, তখন মানুষ কী করে? মানুষ তখন তার সব চিন্তা, বিবেচনা আর শুভবোধকে বিসর্জন দিতে শুরু করে। এমন ভাবনা নিয়েই নির্মাণ হয়েছে এটি। 
 
মার্ডার বাই দ্য সি (বাংলা সিরিজ)
অভিনয়: অঞ্জন দত্ত, অনন্যা চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী
দেখা যাবে: হইচই
গল্পসংক্ষেপ: সাগরপারে অরুণ রায়ের সঙ্গে পরিচয় হয় অর্পিতার। অরুণ তাকে বিজয় রায়ের প্রাইভেট পার্টিতে আমন্ত্রণ জানায়। ওই পার্টিতে বেশ তিক্ত অভিজ্ঞতার শিকার হয় অর্পিতা। তবে তার পরিচয় হয় বেশ কিছু ইন্টারেস্টিং চরিত্রের সঙ্গে। গল্প নতুন বাঁক নেয় যখন অর্পিতা সমুদ্রের পারে বিজয় রায়ের মৃতদেহ খুঁজে পায়।
 
দ্য কাশ্মীর ফাইলস (হিন্দি সিনেমা)
অভিনয়: মিঠুন চক্রবর্তী, অনুপম খের
দেখা যাবে: জি ফাইভ
গল্পসংক্ষেপ: এই চলচ্চিত্রে দেখানো হয় নব্বইয়ের দশকে কাশ্মীরে কীভাবে ব্রাহ্মণ পণ্ডিতদের ওপর আক্রমণ নেমে আসে। বহু পণ্ডিত এই সংঘাতে প্রাণ হারান। চলচ্চিত্রটিতে বলা হয়, এই আক্রমণের জন্য কাশ্মীরের মুসলমান সমাজ ও বিচ্ছিন্নতাবাদী নেতৃত্ব দায়ী; যারা সংগঠিতভাবে হিন্দুদের আক্রমণ ও হত্যা করে তাদের কাশ্মীর ছাড়তে বাধ্য করে। অনেকের অভিযোগ, চলচ্চিত্রের এই তথ্য আংশিক সঠিক হলেও এর প্রেক্ষাপট ও সেই সময় থেকে আজ পর্যন্ত কতসংখ্যক কাশ্মীরি মুসলমান সেখানে সশস্ত্র বাহিনীর হাতে প্রাণ দিয়েছেন, ঘরছাড়া হয়েছেন বা জেলে রয়েছেন, সেই বিষয়টিকে এড়িয়ে একটি নির্দিষ্ট পক্ষের হয়ে বানানো হয়েছে সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত