Ajker Patrika

শিক্ষার্থীদের বিক্ষোভ অবরোধ

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৭: ৫১
শিক্ষার্থীদের বিক্ষোভ অবরোধ

লক্ষ্মীপুরে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও ঢাকা-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে তারা। পরে পুলিশ এসে লাঠিপেটা করে শিক্ষার্থীদের অবরোধ তুলে দেয়। এর আগে তারা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়।

গতকাল দুপুর ১২টার দিকে ২০২২ সালের শতাধিক এসএসসি পরীক্ষার্থী প্রেসক্লাব এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সড়ক অবরোধ করে। এ সময় তারা ২০২১ সালের মতো সংক্ষিপ্ত ৩০ শতাংশ সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি বিষয়ে পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ করতে থাকে।

শিক্ষার্থীরা জানায়, এ সময় পুলিশ এসে শিক্ষার্থীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। তাতে রাকিব, ওয়াসিম, সাদমানসহ পাঁচ শিক্ষার্থী আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, শিক্ষার্থীরা সড়কে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পুলিশ তাদের সড়ক থেকে তুলে দেয়। তাদের ওপর লাঠিপেটা করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, চিকেনস নেকের কাছে নতুন তিন গ্যারিসন

‘এখন যুবলীগের কার্যক্রম নেই, তাই এনসিপিতে এসেছি’

রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার

ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে বাতিল হতে পারে মার্কিন ভিসার আবেদন

জাহানারার যৌন হয়রানির অভিযোগ নিয়ে মঞ্জু, ‘প্রকৃত সত্য সামনে আসবে’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ