Ajker Patrika

গণশুনানিতে ভূমি সমস্যার দ্রুত সমাধান

পটিয়া প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৫: ২৩
গণশুনানিতে ভূমি সমস্যার দ্রুত সমাধান

চট্টগ্রামের পটিয়ায় গণশুনানিতে মিলল ভূমি সংক্রান্ত সমস্যার তাৎক্ষণিক সমাধান। গতকাল রোববার সকাল থেকেই পটিয়া উপজেলা ভূমি অফিসে এই কার্যক্রম শুরু হয়।

এদিন সকাল সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ৫০ জনের সমস্যার সমাধান করে দেন সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন। এমন উদ্যোগে খুশি সেবাগ্রহীতারা।

আশিয়া ইউনিয়ন থেকে আসা ইদ্রিচ মিয়া বলেন, ‘প্রায় ১৫ বছর আগে কিছু জায়গা বন্দোবস্ত করেছিলাম। আজ নামজারি খতিয়ান পেয়েছি। খুব ভালো লাগছে।’

কেলিশহর থেকে এসেছিলেন মফিজুর রহমান। তিনি বলেন, ‘আমার রেজিস্ট্রি করা জমির নামজারি খতিয়ান পাঁচ বছর পর আজ (গতকাল) খুলে দেওয়া হয়েছে।’

সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন বলেন, ‘ভূমি অফিসে দালাল ও হয়রানিমুক্ত সেবা দেওয়ার লক্ষ্যে এখন থেকে নিয়মিত গণশুনানি করা হবে। সেবাপ্রার্থীরা সরাসরি যেন আমার কাছে এসে তাঁদের সমস্যার কথা জানাতে পারেন এ জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত