Ajker Patrika

বর্জ্য থেকে জৈব সার বানাল বস্তিবাসী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বর্জ্য থেকে জৈব সার বানাল বস্তিবাসী

রাজধানীর হাজারীবাগ এলাকার বস্তিবাসী তাদের গৃহস্থালি বর্জ্য জমিয়ে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করেছে জৈব সার। সেই সার ব্যবহার করা যাবে যেকোনো ফসলি জমি ও নার্সারিতে।

হাজারীবাগের বালুরমাঠ এলাকায় গতকাল সোমবার ‘গৃহস্থালি বর্জ্য থেকে সার তৈরি, অংশীদারিত্ব ও বাজারজাতকরণ’ বিষয়ক সভায় আনুষ্ঠানিকভাবে এই সার তুলে দেওয়া হয় নার্সারি মালিকদের হাতে। হাজারীবাগ ও মোহাম্মদপুর এলাকার নয়টি নার্সারির কাছে বিনা মূল্যে এই সার দেওয়া হয়। এর আগে, চলতি বছরের ২৩ আগস্ট বস্তির বর্জ্য থেকে সার তৈরির এই কার্যক্রম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী মো. আব্দুস সোবহান বলেন, পচনশীল বর্জ্য থেকে সার তৈরির কাজকেও পৃষ্ঠপোষকতা দেওয়া জরুরি। গৃহস্থালির বর্জ্য হতে পারে ঢাকা শহরের নিম্ন আয়ের মানুষের আয়ের অন্যতম মাধ্যম।

বস্তিবাসীর অধিকার সুরক্ষা কমিটির কেন্দ্রীয় সভাপতি হোসনে আরা বেগম রাফেজার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কবি কাজী সুফিয়া আখতার, লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আকমল হোসেন, বারসিকের পরিচালক এ বি এম তৌহিদুল আলম, প্রকল্প ম্যানেজার ফেরদৌস আহমেদ উজ্জ্বল প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত