Ajker Patrika

ইউপি নির্বাচন উপলক্ষে ‘অভিমান ভাঙার’ বৈঠক

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৭: ৩৫
ইউপি নির্বাচন উপলক্ষে ‘অভিমান ভাঙার’ বৈঠক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইউপি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থীরা তাঁদের ভক্ত-অনুসারীদের সঙ্গে বৈঠক করেছেন। বেশ কয়েক বছর ধরে ‘অভিমানে’ দূরে সরে যাওয়া এসব অনুসারীকে কাছে টানতে এ ধরনের বৈঠক হয়। কয়েক দিন ধরে দফায় দফায় এই ‘অভিমান ভাঙার’ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় উপজেলার অরুয়াইল ইউপির আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গাজী মো. শফিকুল ইসলাম, পাকশিমুল ইউপির সাইফুল ইসলাম, জাতীয় পার্টির মোশাররফ হোসেন ভূঁইয়া নিজ নিজ গোষ্ঠীর লোকদের নিয়ে এসব বৈঠক করেন তাঁরা। এতে প্রত্যেক বংশের ছোট-বড় সবাই অংশগ্রহণ করেন। সবাই সবার সুখ-দুঃখ প্রকাশ করে মনের কষ্ট লাগব করে ঐক্যবদ্ধ হন।

বৈঠকে প্রার্থীরা পূর্বের ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিজ বংশের অনুসারী লোকজনের মান-অভিমান ভাঙান। সবাই অতীতের দুঃখ-কষ্ট মন থেকে মুছে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বৈঠকে।

এ বিষয়ে অরুয়াইল ইউপির চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বলেন, ‘গাজীর বংশের মধ্যে রাগ-অভিমান সবচেয়ে বেশি। বয়স্কদের নিয়ে মিটিং করে অভিমান ভেঙেছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত