Ajker Patrika

নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি তিন মাসেও দিশেহারা মা-বাবা

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি তিন মাসেও দিশেহারা মা-বাবা

নিখোঁজের তিন মাস পরও সন্ধান মেলেনি লালমনিরহাটের হাতীবান্ধার শরিফুল ইসলামের (২৬)। এ ঘটনায় গত রোববার বিকেলে তাঁর বাবা আশরাফ আলী হাতীবান্ধা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত ১২ জুন তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। এদিকে ছেলেকে ফিরে পেতে পাগলপ্রায় তাঁর মা-বাবা।

শরিফুল ইসলাম হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম গত ১২ জুন রংপুর যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। ছেলে বাড়ি ফিরবে বলে তিন মাস ধরে অপেক্ষায় ছিলেন বাবা-মা। গত রোববার হাতীবান্ধা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর বাবা আশরাফ আলী।

শরিফুল ইসলামের মা আন্না বেগম (৪৭) কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘রংপুরে যাওয়ার কথা বলে আমার ছেলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তিন মাস ধরে সে নিখোঁজ। সে বেঁচে আছে, না মরে গেছে তা আল্লাহ জানেন। বাড়িতে বসে আছি ছেলে আসার অপেক্ষায়।’

টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন বলেন, ‘ছেলেটি নিখোঁজ হওয়ার বিষয়টি জেনেছি। আমরাও তাঁর সন্ধানের চেষ্টা করছি।’ এ বিষয়ে জানতে চাইলে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানের জন্য পুলিশ তৎপর রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত