Ajker Patrika

সেই ছেলেদের ডেকে সতর্ক করল পুলিশ

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৩: ০৫
সেই ছেলেদের ডেকে সতর্ক করল পুলিশ

যশোরের মনিরামপুরে বৃদ্ধ বাবাকে নির্যাতনের অভিযোগ পেয়ে তিন ছেলেকে থানায় ডেকে সতর্ক করেছে পুলিশ।

গত মঙ্গলবার দিবাগত রাতে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি তাঁদের সতর্ক করেন। ভবিষ্যতে তাঁদের বাবার সঙ্গে এমন আচরণের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। পরে তাঁরা লিখিত মুচলেকা দেন।

এর আগে গত সোমবার দুপুরে বৃদ্ধ বাবাকে নির্যাতনের দায়ে তিন ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন উপজেলার হোগলাডাঙা গ্রামের দীন মোহাম্মদ। তাঁদের মধ্যে এক ছেলে হোগলাডাঙা দাখিল মাদ্রাসার শিক্ষক।

ওসি নূর-ই-আলম সিদ্দীকি বলেন, বৃদ্ধ দীন মোহাম্মদ আমার কাছে এসে অভিযোগ করেন চার ছেলের মধ্যে তিন ছেলে ১০-১৫ বছর ধরে তাঁকে নির্যাতন দেন। ঘটনা শুনে আমি ছেলেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়ে তিন ছেলেকে থানায় তলব করি।

নূর-ই-আলম সিদ্দীকি বলেন, ‘বৃদ্ধের তিন ছেলে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত