Ajker Patrika

দর্শকের জন্য পাঠান ও জওয়ান, আমার জন্য ডানকি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮: ৩৪
দর্শকের জন্য পাঠান ও জওয়ান, আমার জন্য ডানকি

শাহরুখ খানের দীর্ঘদিনের ইচ্ছা ছিল রাজকুমার হিরানির সিনেমায় অভিনয় করার। ‘ডানকি’ দিয়ে পূরণ হয়েছে সেই ইচ্ছা। ২০২২ সালের এপ্রিলে যখন সিনেমাটির ঘোষণা হয়, তখন শাহরুখের ক্যারিয়ারের অবস্থা ছিল টালমাটাল। টানা কয়েক বছর তাঁর সিনেমা দর্শক টানতে পারছিল না। অনেকেই ধরে নিয়েছিলেন, খান সাম্রাজ্যের পতন আসন্ন। ডানকি দিয়ে এই দুঃসময় কাটিয়ে ওঠার প্রত্যাশা ছিল শাহরুখের। তবে বক্স অফিসে বীরদর্পে ফেরার জন্য ডানকির মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হয়নি। এ বছরের শুরুতে ‘পাঠান’ ও মাঝামাঝি সময়ে ‘জওয়ান’ দিয়ে বলিউডের পরিস্থিতি বদলে দিয়েছেন শাহরুখ।

তবু শাহরুখ পাঠান ও জওয়ানের চেয়ে এগিয়ে রাখছেন ডানকিকে। সম্প্রতি সিনেমাটির প্রচারের জন্য দুবাই গিয়েছিলেন কিং খান। ভক্তদের সঙ্গে আড্ডা দিয়েছেন। সিনেমাটির বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছেন। সেখানেই ডানকিকে নিজের ক্যারিয়ারের সেরা সিনেমা বলে অভিহিত করেছেন শাহরুখ। একই সঙ্গে এটাও জানিয়েছেন, পাঠান ও জওয়ান তিনি তৈরি করেছেন দর্শকদের মনোরঞ্জনের জন্য। আর ডানকি তৈরি করেছেন সম্পূর্ণ নিজের ভালো লাগার জন্য।

শাহরুখ খান বলেন, ‘জওয়ান বানানোর সময় ভেবেছিলাম, নতুন প্রজন্মের ছেলেমেয়েদের জন্য কিছু করা দরকার। কিন্তু আমি নিজের জন্য এখনো কিছু বানাইনি। এরপর আমি ডানকি প্রযোজনা করি। এটা সম্পূর্ণ আমার সিনেমা, যেটা আমার হৃদয়ের খুব কাছের।

‘ডানকি’ সিনেমায় শাহরুখ খান। ছবি:সংগৃহীতপাঠানের সময় অনেক মানুষ অনেক কিছু বলেছে। অনেকেই লিখেছে, শাহরুখ এসব কী ধরনের চরিত্র করছে! তখন ভেবেছি, আমার এমন কিছু করা উচিত, যা মন থেকে আসবে। পাঠান দিয়ে বছর শুরু করেছিলাম, যেটি ছিল আমার নারী ভক্তদের জন্য। আর বছর শেষ করছি ডানকি দিয়ে, যেটা বানিয়েছি সম্পূর্ণ নিজের জন্য। আমার বিশ্বাস, সিনেমাটি সবাইকে গভীরভাবে ছুঁয়ে যাবে, অনুপ্রাণিত করবে এবং হাসাবে।’

রাজকুমার হিরানি পরিচালিত ডানকি বিশ্বজুড়ে মুক্তি পাবে ২১ ডিসেম্বর, পরদিন মুক্তি পাবে ভারতে। উন্নত জীবনের আশায় অবৈধ পথে চার বন্ধুর বিদেশযাত্রার গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। শাহরুখ ছাড়াও এতে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, অনিল গ্রোভার, বোমান ইরানি, বিক্রম কোচার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত