Ajker Patrika

ছবি তুলে বিপাকে শ্রাবন্তী

আপডেট : ০২ মার্চ ২০২২, ০৯: ৫৩
ছবি তুলে বিপাকে শ্রাবন্তী

প্রাণীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়েছিলেন। একটি বেজির সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কিন্তু হলো উল্টো ফল। বন্য প্রাণী সুরক্ষা আইনে মামলা হলো শ্রাবন্তীর বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে বড়সড় বিপদে পড়তে পারেন তিনি।

গত ১৫ জানুয়ারি শ্রাবন্তী তাঁর ইনস্টাগ্রামে বেজির সঙ্গে ছবিটি পোস্ট করেছিলেন। প্রাণীর সঙ্গে ছবি তোলা নিশ্চয়ই অন্যায় নয়। কিন্তু কেন অভিযোগের আঙুল তোলা হচ্ছে অভিনেত্রীর দিকে? আসলে এ ক্ষেত্রে বিতর্কের মূল কেন্দ্রবিন্দু—বেজিটির গলায় থাকা শিকল। প্রাণীটির গলায় লাগানো ছিল একটি বকলস। সেটি আবার বাঁধা ছিল চেনের সঙ্গে। ছবিটি পোস্টের পরই এ নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে। কমেন্ট সেকশনে অনেকেই মন্তব্য করেন, ছোট্ট প্রাণীটির ওপর অত্যাচার করছেন অভিনেত্রী!

বিষয়টি এখানেই শেষ হয়নি। ভারতের বন্য প্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ভিত্তিতে মামলা হয়েছে শ্রাবন্তীর বিরুদ্ধে। শিগগিরই সল্টলেকের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল এবং ডেটা ম্যানেজমেন্ট অফিসে হাজিরা দিতে হবে তাঁকে।

তবে এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি শ্রাবন্তী। এই মামলার প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমের কাছে বন দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, ‘এভাবে বন্য প্রাণীকে আটকে রাখা খুবই গুরুতর অপরাধ। তাঁর মতো একজন পাবলিক ফিগার এমন করলে তা অন্যদেরও এই ধরনের কাজে ইন্ধন জোগায়। তাঁর উচিত এই ঘটনার তদন্তে পূর্ণ সহযোগিতা করা। তবেই বন্য প্রাণী সংরক্ষণের কাজে আমরা লড়াই করতে সক্ষম হব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত