Ajker Patrika

পরিচ্ছন্ন নির্বাচন চান প্রার্থীরা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ২২: ৪২
পরিচ্ছন্ন নির্বাচন চান প্রার্থীরা

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ২৮ নভেম্বর কেরানীগঞ্জের ১১টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।

ইতিমধ্যে ৮ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে নির্বাচনের জৌলুশ কিছুটা কমে গেলেও প্রতিটি ইউপির সদস্য প্রার্থীরা প্রচার জোরদার করেছেন। সব প্রার্থীই চান একটি অংশগ্রহণমূলক পরিচ্ছন্ন নির্বাচন।

ইউপি নির্বাচন নিয়ে আলোচনা চলছে ভোটারের মধ্যে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জ উপজেলার ১১টি ইউপির ৩ টিতে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই ৩টি ইউপিতে চেয়ারম্যান প্রার্থী রয়েছে ১৫ জন। এ ছাড়া ১১টি ইউপিতে ৯৯টি সদস্য ও ৩৩টি সংরক্ষিত সদস্য (মহিলা মেম্বার) পদে ইতিমধ্যে ২১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। বাকি পদগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭৩ জন প্রার্থী।

গত ১২ নভেম্বর প্রতীক বরাদ্দের পরপরই ব্যাপক প্রচারণায় নেমেছেন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। তবে গতকাল শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় নির্বাচনী প্রচারে যুক্ত হয়েছে ভিন্ন আমেজ। পথসভা, মোটরসাইকেল শোভাযাত্রাসহ লিফলেট বিতরণ করেছে প্রার্থীরা। চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের পদচারণায় চাঞ্চল্য ফিরে এসেছে বিভিন্ন এলাকার অলিতে গলিতে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ৮টি ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন না হওয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মেম্বার প্রার্থীরাই।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আঃ আজিজ বলেন, ‘আশা করি আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত