Ajker Patrika

পাঠ্যসূচিতে হানাদারের বর্বরতা তুলে ধরতে হবে

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১০: ২৮
পাঠ্যসূচিতে হানাদারের বর্বরতা তুলে ধরতে হবে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘আমাদের কোমলমতি শিক্ষার্থীদের পাঠ্যসূচিতে পরিবর্তন আনা দরকার। পাঠ্যসূচিতে শুধু মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস নয়, পাশাপাশি হানাদার আলবদর বাহিনীর নির্মম ও বর্বর কর্মকাণ্ডের চিত্র তুলে ধরতে হবে। আমাদের উচিত নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরা। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নতির দিকে এগিয়ে চলছে।’

গতকাল বৃহস্পতিবার বিকেলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) আলোচনা সভায় এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।

বাউবির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, উপ-উপাচার্য (শিক্ষা) ড. মাহবুবা নাসরীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, বাউবির কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তফা আজাদ কামাল প্রমুখ।

মেহের আফরোজ চুমকি বলেন, বাঙালি জাতিসত্তার গৌরবময় ইতিহাস নিশ্চিহ্ন করতে যুগে যুগে ষড়যন্ত্র চালিয়েছে একটি অপশক্তি। তাঁদের এই চক্রান্ত রুখে দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে সকালে বাউবির মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে অপর এক আলোচনা সভায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বক্তব্য দেন। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাউবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মোন্থা’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, আঘাত হানবে কোথায়

দুশ্চিন্তা, হতাশা দূর হবে হাদিসে বর্ণিত এই চার দোয়ায়

৩০০ আসনেই প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে বামপন্থীরা

রাজশাহী-১ আসন: বিএনপিতে অন্তর্দ্বন্দ্ব, প্রস্তুত জামায়াত

গায়ে থুতু পড়া নিয়ে ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...