Ajker Patrika

আ.লীগের বর্ধিত সভার প্যান্ডেল ভাঙচুর, স্থগিত

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১১: ৪৫
আ.লীগের বর্ধিত সভার প্যান্ডেল ভাঙচুর, স্থগিত

চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার প্যান্ডেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা স্থগিত করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে গতকাল রোববার ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূলের বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ সভা উপলক্ষে উপজেলার হাসা আল আমিন মাদ্রাসার পাশের একটি মাঠে প্যান্ডেল তৈরি করে ইউনিয়ন আওয়ামী লীগ। কিন্তু রোববার সকালে দেখা গেছে প্যান্ডেলটি ভেঙে পড়ে আছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আমরা গত শনিবার সন্ধ্যার মধ্যেই প্যান্ডেল তৈরি করে বাড়ি চলে যাই। সকালে এসে দেখি প্যান্ডেলটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই কারণে তৃণমূলের বর্ধিত সভা স্থগিত করা হয়েছে।’

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টির চেষ্টা চলছে। ফরিদগঞ্জে আওয়ামী লীগের কঠোর অবস্থানের কারণে তা না পারায় রাতে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভার প্যান্ডেল ভাঙা হয়েছে। এরা কারা তা চিহ্নিত করা জরুরি।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এ ঘটনা ঘটায় একটি কুচক্রী মহল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত