Ajker Patrika

পাঞ্জাবের আদালতে বোমা বিস্ফোরণ ঘিরে ধূম্রজাল

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১০: ৫৪
Thumbnail image

মাদক মামলায় হাজিরা ভন্ডুল করতে গত বৃহস্পতিবার ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানা জেলার আদালতে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে পাঞ্জাবের পুলিশপ্রধান (ডিজেপি) সিদ্ধার্থ চট্টোপাধ্যায় গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন।

সিদ্ধার্থ জানান, গগনদীপ সিং নামের পুলিশের বরখাস্ত এক সদস্য ওই বিস্ফোরণ ঘটিয়েছে।

গগনদীপ সিংয়ের সঙ্গে তথাকথিত বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি ও মাফিয়াদের সম্পর্ক ছিল জানিয়ে এ ঘটনার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হবে বলেও মন্তব্য করেন সিদ্ধার্থ চট্টোপাধ্যায়।

পুলিশপ্রধানের এমন মন্তব্যের বিরোধিতা করে রাজ্যের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং বলেছেন, ‘বিস্ফোরণের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দাদের সম্পর্ক থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং গগনদীপ সিং যে মাদক মামলায় আসামি, সেই মামলায় বিধানসভার সাবেক মন্ত্রী বিক্রম মজিথিয়াও আসামি।’

বিচার কার্যক্রম চালাকালীন পাঞ্জাবের লুধিয়ানার আদালতে গত বৃহস্পতিবার এক বিস্ফোরণে সন্দেহভাজন গগনদীপ সিং নিহত ও আরও ছয়জন আহত হন।

নিহত গগনদীপ পুলিশের সাবেক কর্মকর্তা। মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০১৯ সালে তাঁকে বরখাস্ত করা হয়। দুই বছর জেল খেটে চলতি বছর সেপ্টেম্বর তিনি মুক্তি পান। গত বৃহস্পতিবার তাঁর হাজিরা ছিল।

এদিকে গত ১৮ ও ১৯ ডিসেম্বর পাঞ্জাবের দুটি গুরুদুয়ারায় গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের সঙ্গে এসব ঘটনার সম্পর্ক রয়েছে বলে মনে করছেন অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত