Ajker Patrika

ইউএনওর নম্বর ক্লোন করে চাঁদা দাবি

ঘাটাইল প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ২০: ৩৭
ইউএনওর নম্বর ক্লোন করে চাঁদা দাবি

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি করেছে একটি চক্র। গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও মো. সোহাগ হোসেন।

ইউএনও বলেন, ‘শনিবার বিকেলে একটি চক্র আমার ব্যবহৃত সরকারি মোবাইল ফোন নম্বরটি ক্লোন করে একজন ইউপি চেয়ারম্যানসহ বিভিন্নজনের কাছে ফোন করে টাকা দাবি করেছে।’

উপজেলার ঘাটাইল ইউনিয়নের চেয়ারম্যান হায়দার আলী জানান, চক্রটি তাঁর কাছে নির্বাচন বিষয়ে জানতে চায় এবং ১০ হাজার টাকা মোবাইল ফোনে পাঠিয়ে দিতে বলে। বিষয়টি সন্দেহ হলে তিনি ইউএনওকে জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার এবং কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করে উপজেলা প্রশাসনের ফেসবুক পেজ থেকে সতর্কতামূলক পোস্টও দেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি নিয়ে একটি সাধারণ ডায়েরি করে রাখতে বলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত