Ajker Patrika

শ্রমিকের বদলে খনন হচ্ছে যন্ত্রে

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২২, ১৫: ৩০
Thumbnail image

নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নে সরকারি উন্নয়ন প্রকল্পে খননযন্ত্র দিয়ে মাটি কাটা হচ্ছে। প্রকল্পে শ্রমিক দিয়ে কাজ করানোর কথা থাকলেও খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে।

গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় অতিদরিদ্রদের জন্য কাজের বিনিময়ে কর্মসৃজন কর্মসূচি, কাজের বিনিময়ে টাকা ও কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পে শ্রমিকের পরিবর্তে খননযন্ত্রের ব্যবহার হচ্ছে।

বারহাট্টা ও কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী গুমাই নদীতে খননযন্ত্র বসানোর কারণে ভাঙন দেখা দিয়েছে। তবু চলছে মাটি উত্তোলন। সেই মাটি দিয়ে বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের যাওয়াইল গ্রামে হেকিম মাতব্বরের বাড়ির পাশে একটি রাস্তায় সরকারি প্রকল্পের কাজ চলছে। এখানে শ্রমিকদের দিয়ে মাটি কাটার কথা থাকলেও যন্ত্র দিয়ে খনন করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে যাওয়াইল গ্রামের কয়েকজন অতি দরিদ্র মানুষ বলেন, আমরা জানিও না কখন এই রাস্তার কাজ হয়েছে। করোনার ও দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে আমরা অসহায় আছি। এখানে মাটি কাটলে হয়তো বা কয়েকটা টাকা পেতাম। কিন্তু এখন তাও হলো না। আমরা বাঁচব কীভাবে? সব তো প্রকল্পের দায়িত্বে থাকা লোকেরাই নিয়ে যাচ্ছে।

রাস্তাটির দায়িত্বে থাকা রায়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল হাই বলেন, ‘আমাকে এই প্রকল্পের দায়িত্ব দিয়ে বিপদে ফেলা হয়েছে। আমি এখন মাটি কোথায় পাব। নদী থেকেও ড্রেজারে করে মাটি উঠছে না।’ রায়পুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রাজু বলেন, এটা তো সরকারি কাজ।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলামকে বিষয়টি অবগত করা হলে তিনি বলেন, ওই রাস্তার মাটি ড্রেজার দিয়ে তোলার জন্য কাউকে তিনি অনুমতি দেননি। আর যারা নদী থেকে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলন করে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত