ফারুক ছিদ্দিক, ঢাবি
‘ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্পোর্টস ফেস্টিভ্যালে’ অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) ই-মেইলে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক দেশ রাশিয়া। দেশটির একাতেরিনবার্গ শহরে আগামী ১৯ থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত এ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। বিমান ভাড়া, থাকা-খাওয়াসহ সব খরচ বহন করবে বলে জানায় আয়োজক দেশ। তবে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় ব্যাংকিংয়ের খেলোয়াড় থাকলেও কাউকে পাঠাচ্ছে না বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের অভিযোগ, অবহেলার কারণে এমনটি করা হচ্ছে।
শারীরিক শিক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি রাশিয়া থেকে ফেস্টিভ্যালে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়। তারা থাকা-খাওয়ার ব্যবস্থা করবে বলে জানায়, তবে বিমান ভাড়া নিজেদের বহন করতে হবে। এতে টেবিল টেনিসে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থী নির্বাচন না করে ১১ লাখ টাকা খরচ নির্ধারণ করে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদের কাছে চিঠি দেন শারীরিক শিক্ষাকেন্দ্রের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান আলী। কোষাধ্যক্ষ শিক্ষার্থী নির্বাচন করে বিস্তারিত পাঠাতে বললে আর নোট দেননি শাহজাহান আলী। ২১ এপ্রিল অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আবার ই-মেইল করলে কোনো ধরনের উত্তর দেয়নি বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষাকেন্দ্র।
পরে ২৪ মে আয়োজকেরা ই-মেইল ফের জানান, বিমান ভাড়াসহ সব খরচই তাঁরা বহন করবেন। বিশ্ববিদ্যালয় যেন ২৭ মের মধ্যে বাকি কাজ সম্পন্ন করে। বিষয়টি শারীরিক শিক্ষাকেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম কুমার সরকার ও শাহজাহান আলীকে রেজিস্ট্রারের অফিস থেকে জানানো হলেও তাঁরা ব্যবস্থা নেননি।
বিষয়টি খেলোয়াড়েরা জানতে পেরে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদকে অবহিত করেন। মমতাজ উদ্দিন পরবর্তী ব্যবস্থা নিতে বললে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের খেলোয়াড় নেই—উল্লেখ করে ফিরতি চিঠি পাঠান শারীরিক শিক্ষাকেন্দ্রের পরিচালক।
তবে জানা যায়, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মুমশাদ জাহান, ইংরেজি বিভাগের নাজমুল হাসান ও লামিসা এবং মৃৎশিল্প বিভাগের স্যামসন বম রয়েছেন। তাঁরা সবাই টেবিল টেনিসে জাতীয় ব্যাংকিংয়ের এবং আন্তবিশ্ববিদ্যালয় পর্যায়ে গোল্ড ও ব্রোঞ্জ বিজয়ী।
নাম প্রকাশ না করার শর্তে এক খেলোয়াড় বলেন, ‘২০১৮ সালেও ভারতে এ রকম একটি ফেস্টিভ্যালে অংশগ্রহণের সুযোগ ছিল, বাংলাদেশ থেকে অনেক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে; কিন্তু অবহেলার কারণে সেটিতে যোগদান করার সুযোগ দেওয়া হয়নি, এভাবে চলতে থাকলে বিশ্ববিদ্যালয় তার মর্যাদা হারাবে।’
শাহজাহান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘রেজিস্ট্রারের অফিস থেকে উপদেষ্টাকে (অসীম সরকার) মার্ক করা হয়, তিনি সে সময় অসুস্থ ছিলেন। পরে বিষয়টি বিবেচনায় আনা হলে আমাদের খেলোয়াড় না থাকা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমরা কাউকে পাঠাচ্ছি না।’
খেলায় অংশগ্রহণ না করার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ বলেন, ‘বিষয়টি আমার নজরে ছিল না, জানার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি, আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণ যেন নিশ্চিত করে।’
‘ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্পোর্টস ফেস্টিভ্যালে’ অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) ই-মেইলে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক দেশ রাশিয়া। দেশটির একাতেরিনবার্গ শহরে আগামী ১৯ থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত এ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। বিমান ভাড়া, থাকা-খাওয়াসহ সব খরচ বহন করবে বলে জানায় আয়োজক দেশ। তবে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় ব্যাংকিংয়ের খেলোয়াড় থাকলেও কাউকে পাঠাচ্ছে না বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের অভিযোগ, অবহেলার কারণে এমনটি করা হচ্ছে।
শারীরিক শিক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি রাশিয়া থেকে ফেস্টিভ্যালে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়। তারা থাকা-খাওয়ার ব্যবস্থা করবে বলে জানায়, তবে বিমান ভাড়া নিজেদের বহন করতে হবে। এতে টেবিল টেনিসে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থী নির্বাচন না করে ১১ লাখ টাকা খরচ নির্ধারণ করে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদের কাছে চিঠি দেন শারীরিক শিক্ষাকেন্দ্রের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান আলী। কোষাধ্যক্ষ শিক্ষার্থী নির্বাচন করে বিস্তারিত পাঠাতে বললে আর নোট দেননি শাহজাহান আলী। ২১ এপ্রিল অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আবার ই-মেইল করলে কোনো ধরনের উত্তর দেয়নি বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষাকেন্দ্র।
পরে ২৪ মে আয়োজকেরা ই-মেইল ফের জানান, বিমান ভাড়াসহ সব খরচই তাঁরা বহন করবেন। বিশ্ববিদ্যালয় যেন ২৭ মের মধ্যে বাকি কাজ সম্পন্ন করে। বিষয়টি শারীরিক শিক্ষাকেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম কুমার সরকার ও শাহজাহান আলীকে রেজিস্ট্রারের অফিস থেকে জানানো হলেও তাঁরা ব্যবস্থা নেননি।
বিষয়টি খেলোয়াড়েরা জানতে পেরে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদকে অবহিত করেন। মমতাজ উদ্দিন পরবর্তী ব্যবস্থা নিতে বললে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের খেলোয়াড় নেই—উল্লেখ করে ফিরতি চিঠি পাঠান শারীরিক শিক্ষাকেন্দ্রের পরিচালক।
তবে জানা যায়, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মুমশাদ জাহান, ইংরেজি বিভাগের নাজমুল হাসান ও লামিসা এবং মৃৎশিল্প বিভাগের স্যামসন বম রয়েছেন। তাঁরা সবাই টেবিল টেনিসে জাতীয় ব্যাংকিংয়ের এবং আন্তবিশ্ববিদ্যালয় পর্যায়ে গোল্ড ও ব্রোঞ্জ বিজয়ী।
নাম প্রকাশ না করার শর্তে এক খেলোয়াড় বলেন, ‘২০১৮ সালেও ভারতে এ রকম একটি ফেস্টিভ্যালে অংশগ্রহণের সুযোগ ছিল, বাংলাদেশ থেকে অনেক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে; কিন্তু অবহেলার কারণে সেটিতে যোগদান করার সুযোগ দেওয়া হয়নি, এভাবে চলতে থাকলে বিশ্ববিদ্যালয় তার মর্যাদা হারাবে।’
শাহজাহান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘রেজিস্ট্রারের অফিস থেকে উপদেষ্টাকে (অসীম সরকার) মার্ক করা হয়, তিনি সে সময় অসুস্থ ছিলেন। পরে বিষয়টি বিবেচনায় আনা হলে আমাদের খেলোয়াড় না থাকা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমরা কাউকে পাঠাচ্ছি না।’
খেলায় অংশগ্রহণ না করার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ বলেন, ‘বিষয়টি আমার নজরে ছিল না, জানার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি, আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণ যেন নিশ্চিত করে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪