Ajker Patrika

শ্রদ্ধায় শহীদদের স্মরণ

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৯: ৫৩
শ্রদ্ধায় শহীদদের স্মরণ

যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গতকাল শনিবার দিবসটি পালন করে জেলা ও উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক দলের নেতা–কর্মীরা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সমাজের সর্বস্তরের মানুষ। প্রতিনিধিদের পাঠানো খবর:

পিরোজপুর: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল সকাল ৬টায় শহরের ভাগীরথী চত্বরে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনি শেষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাকিম হাওলাদার, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী প্রমুখ। পরে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, জেলা স্বাস্থ্য বিভাগ, সড়ক বিভাগ, এলজিইডি, গণপূর্ত বিভাগ, বিভিন্ন সরকারি–বেসরকারি অফিস, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

কাউখালী: গতকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। সকাল ৬টায় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনি শেষে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতারা পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৮টায় জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইউএনও খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া।

কলাপাড়া: উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সকালে থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। সকাল ৬টায় শহীদদের স্মরণে কলাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সাংসদ মহিব্বুর রহমান মহিব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান, ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া থানার ওসি মো. জসিম প্রমুখ।

মির্জাগঞ্জ: উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়। এ উপলক্ষে গতকাল ভোরে উপজেলা পরিষদ চত্বরে ৫০ বার তোপধ্বনি করা হয়। হাসপাতাল রোডের মুক্তিযোদ্ধা ফলকে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী।

গলাচিপা: নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, চিত্রাঙ্কন, রচনা ও সংগীত প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। ভোর ৬টায় গলাচিপা কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাংসদ এস এম শাহজাদা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহম্মদ সাহিন, ইউএনও আশিষ কুমার, সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম, পৌর মেয়র আহসানুল হক তুহিন প্রমুখ।

দুমকি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, স্বাধীনতা দিবসের শোভাযাত্রা, আলোচনা সভা, শিশু কিশোরদের প্রতিযোগিতা। সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের জয়বাংলার পাদদেশে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট কাউন্সিল, শিক্ষক সমিতি, পবিপ্রবি ছাত্রলীগ, অফিসার্স অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সমন্বয় পরিষদ, কর্মচারী পরিষদসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

এ ছাড়া দুমকিতেও বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু করে উপজেলা প্রশাসন। সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় পতাকাকে সম্মান দেখায় বাংলাদেশ পুলিশ, আনসার–ভিডিপিসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে ইউএনও মো. আল-ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ হাওলাদার।

ভান্ডারিয়া: গতকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়। সকাল পৌনে ৬টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুরু হয়। সকালে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি-জেপি, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন। সরকারি–বেসরকারি ভবনে এ সময় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত