Ajker Patrika

দর্শকদের নিয়ে সোলসের ৫০ বছর পূর্তি

আপডেট : ০৭ জুন ২০২৩, ১২: ৩২
দর্শকদের নিয়ে সোলসের ৫০ বছর পূর্তি

১৯৭৩ সালে চট্টগ্রামে যাত্রা শুরু করেছিল ব্যান্ড সোলস। প্রথম গানটি কম্পোজ করেছিলেন নকীব খান (এখন রেনেসাঁ ব্যান্ডে)। সেই থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এবার ৫০ বছর পূর্তি উৎসব করছে সোলস। এ উপলক্ষে গতকাল ঢাকার গুলশান ক্লাবে সাংবাদিকদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে সোলস। সেখানে উৎসবের লোগো উন্মোচন করা হয়। ঘোষণা দেওয়া হয় দর্শক-শ্রোতাদের লেখা ১০টি গান প্রকাশের।

অনুষ্ঠানে মোট তিনটি লোগো উন্মোচন করা হয়। লোগো তিনটি উন্মোচন করেন সোলসের সাবেক তিন সদস্য আহমেদ নেওয়াজ, র‍্যালি পিনেরো ও পিলু খান। লোগো তিনটি সোলসের অফিশিয়াল পেজ ও পার্থ বড়ুয়ার ফেসবুক পেজে আপলোড করা হয়েছে দর্শকদের ভোটের জন্য। দর্শকের ভোটে নির্বাচিত সেরা লোগোটিই মূল লোগো হিসেবে ব্যবহার হবে ব্যান্ডের ৫০ বছর পূর্তির বিভিন্ন আয়োজনে।

লোগো উন্মোচন শেষে সোলসের দলপ্রধান পার্থ বড়ুয়ার আমন্ত্রণে নতুন গানের ঘোষণা নিয়ে মঞ্চে আসেন গীতিকার শহীদ মাহমুদ জঙ্গি। তিনি বলেন, ‘৫০ বছর পূর্তি উপলক্ষে দর্শকদের লেখা ১০টি গান করবে সোলস। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে দর্শকের পাঠানো গান থেকেই বাছাই করা হবে এই ১০ গান। ইমেইলে গান পাঠানোর ঠিকানা [email protected]। এই ১০টি গানের সুর ও সংগীতায়োজন করবে সোলস, গাইবেন সোলসের সদস্যরা এবং একে একে ১০টি গানের ভিডিও তৈরি করে প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে সোলসের পার্থ বড়ুয়া বলেন, ‘ব্যান্ডের ৫০ বছর পূর্তি উৎসবে দর্শকদের নানা ধরনের অংশগ্রহণ থাকছে। প্রথম আয়োজনে দর্শকেরাই নির্বাচন করবেন উৎসবের লোগো। পাশাপাশি ব্যান্ডের জন্য ১০টি গান লিখবেন তাঁরা। এ ছাড়া আরও অনেক আয়োজন থাকবে আমাদের। রেনেসাঁর সঙ্গে যৌথভাবে গান করা হচ্ছে। আরও অনেক শিল্পীর অংশগ্রহণ থাকবে আশা করি। থাকবে বিশেষ কনসার্ট।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত