Ajker Patrika

পাখি শিকারের দায়ে জরিমানা, পাখি অবমুক্ত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ২৪ জুন ২০২২, ১৬: ৪৯
পাখি শিকারের দায়ে জরিমানা, পাখি অবমুক্ত

বাগেরহাটের শরণখোলায় পাখি শিকারের দায়ে কবিরুল খান (৪৫) নামে এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার সোনাতলা গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করে পুলিশ।

এ সময় তাঁর কাছ থেকে ছয়টি ঘুঘুসহ একটি খাঁচা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে জরিমানা করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী ও শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন ঘুঘুগুলো অবমুক্ত করেন।

তাফালবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, উপজেলার বিভিন্ন ফসলের মাঠ ও তুলনামূলক নিরাপদ এলাকায় বিশেষ কৌশলে ফাঁদ ও জাল পেতে দেশীয় পাখি শিকার করা হচ্ছে খবর পেয়ে সোনাতলা গ্রাম থেকে কবিরুলকে আটক করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী বলেন, পাখি শিকারি চক্রের অপতৎপরতা প্রতিহত করা হবে। এ বিষয়ে সবাইকে সচেতন থেকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত