Ajker Patrika

সম্মেলন প্রস্তুতি কমিটির সভা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৪: ৫২
সম্মেলন প্রস্তুতি কমিটির সভা

সাতক্ষীরার আশাশুনি উপজেলা জাতীয় শ্রমিক লীগের নবগঠিত সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৩ নভেম্বর) বিকেলে শ্রমিক লীগের অস্থায়ী কার্যালয়ে এ পরিচিতি সভা সম্পন্ন হয়।

পরিচিতি সভায় সভাপতিত্ব করেন, আশাশুনি উপজেলা জাতীয় শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এস এম হোসেনুজ্জামান হোসেন। যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, যুগ্ম-আহ্বায়ক আক্তার হোসেন শাহীন সানা, সদস্যসচিব হারুন অর রশিদ, সদস্য নজরুল ইসলাম সরদার, কামাল হোসেন, কামরুজ্জামান, খলিলুর রহমান, সালাহউদ্দীন, আব্দুল মজিদ, ফুলবারী সরদার, মঞ্জুরুল ইসলাম নান্টু, ফারুক হোসেন সানা, বাবুরাম সানা, মফিজুল ইসলাম, সঞ্জয় মণ্ডল, ইঞ্জিঃ হিমেল, গৌরপদ মণ্ডল, ওসমান গাজী, কিনারুল ইসলাম, প্রসেনজিৎ মণ্ডল, বিল্লাল হোসেন গাজী, পীযূষ কুমার মণ্ডল ও বারি গাজী।

এ ছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুবলীগ নেতা তারিকুল ইসলাম, গাউসুল আজম, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান, আলিম হোসেন, আশরাফুজ্জামান তাজ, মাসুদ রানা, সেলিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় আশাশুনি সদর, শোভনালী, কুল্যা ও বড়দল ইউনিয়ন শ্রমিক লীগ কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়। আহ্বায়ক এস এম হোসেনুজ্জামান হোসেন বলেন, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে পর্যায়ক্রমে ইউনিয়ন শ্রমিক লীগের সম্মেলনের দিন ধার্য করে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত