Ajker Patrika

গ্লোবাল স্পটিফাইয়ের জরিপে সেরা দশে অরিজিৎ

গ্লোবাল স্পটিফাইয়ের জরিপে সেরা দশে অরিজিৎ

বছরের শুরুতেই দারুণ এক খবর পেলেন বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার অরিজিৎ সিং। জনপ্রিয়তার পাশাপাশি ফলোয়ার বিবেচনায় গ্লোবাল স্পটিফাই আর্টিস্ট চার্টে সেরা ১০-এ জায়গা করে নিয়েছেন তিনি। প্রথম ভারতীয় সংগীতশিল্পী হিসেবে সেরা দশে জায়গা পেলেন অরিজিৎ। শুধু তা-ই নয়, জনপ্রিয়তার দিক থেকে তিনি পেছনে ফেলেছেন রিহানা, টেলর সুইফট ও কোরিয়ান ব্র্যান্ড বিটিএসকে। ৬ কোটি ৬১ লাখ ৮৪ হাজার ৫৪২ জন ফলোয়ারের সঙ্গে এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন অরিজিৎ। তাঁর ঠিক আগে রয়েছেন মার্কিন পপ সেনসেশন জাস্টিন বিবার। এই তালিকায় সেরা তিনে রয়েছেন—এড শিরান, আরিয়ানা গ্রান্দে এবং বিলি আইলিশের মতো গ্লোবাল পপ তারকারা। অরিজিতের পর এই তালিকায় থাকা ভারতীয় শিল্পী হলেন নেহা কক্কর। তালিকার ২০তম স্থানে রয়েছেন নেহা।

অরিজিতের এই কীর্তিতে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। এমন খুশির সংবাদের পরেও চিন্তায় আছেন পশ্চিমবঙ্গের অরিজিৎভক্তরা। কারণ আগামী ১৮ ফেব্রুয়ারি কলকাতায় কনসার্ট করার কথা অরিজিতের। আদৌ সেই কনসার্টটি করা যাবে কি না তা নিশ্চিত করতে পারছেন না আয়োজকেরা।

ইকো পার্কে অরিজিৎ সিংয়ের কনসার্টের অনুমতি দেয়নি হিডকো কর্তৃপক্ষ। ওই সময় ইকো পার্কের বিপরীতে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে জি-টোয়েন্টি সম্মেলন চলবে। অরিজিতের কনসার্ট নিকো পার্ক কিংবা আকোয়াটিকায় করার বিকল্প প্রস্তাব দিয়েছেন তারা। জানা গেছে, ইতিমধ্যেই অনুষ্ঠানের ২২ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। এখনো কনসার্টের নতুন ভেন্যুর ঘোষণা দেয়নি আয়োজক সংস্থা।

অন্যদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে অরিজিতের গাওয়া দুটি গান। একটি পাঠান সিনেমার ‘ঝুমে জো পাঠান’ অন্যটি পশ্চিমবঙ্গের ‘মানবজমিন’ সিনেমার ‘মন রে কৃষিকাজ জানো না’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত