কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে শুরু হয়েছে নারীদের হকি প্রশিক্ষণ। উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে ৩০ নারী এ হকি প্রশিক্ষণ নিচ্ছে। গতকাল মঙ্গলবার বিভিন্ন স্কুল থেকে বাছাই করা কিশোরীদের নিয়ে এই প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়। যশোর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী এ হকি প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করে।
প্রশিক্ষণে অংশে নেওয়া কিশোরীদের স্বপ্ন, একদিন তারা হকিতে বিশ্ব জয় করবে।
যশোর জেলার মধ্যে একমাত্র কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে নারীদের এই হকি প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এসব নারী খেলোয়াড়রা এ বিদ্যালয়ের মাঠ থেকেই প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন পর্যায়ে খেলা করে খ্যাতি ও পুরস্কার অর্জন করেছে। ইতিমধ্যে ৪ নারী এখান থেকে প্রশিক্ষণ নিয়ে জাতীয় হকি দলে জায়গা করে নিয়েছে।
তাঁরা হলেন উপজেলার ইমাননগর গ্রামের মুক্তা খাতুন, বেলকাটি গ্রামের লিমা খাতুন, ব্যাসডাঙ্গা গ্রামের সোনিয়া খাতুন ও গড়ভাঙ্গা গ্রামের লিমা আক্তার। এ ছাড়া সম্প্রতি বাংলাদেশ বেসামরিক বিমানবাহিনীর নারী হকি দলে তাঁরা চারজনই সুযোগ পেয়েছে।
গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে হকি প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেম্বার আব্দুল আহাদ আল বাহার।
এ সময় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসু, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি সিদ্ধার্থ বসু প্রমুখ।
মাসব্যাপী নারী খেলোয়াড়দের হকি প্রশিক্ষণ দেবেন যশোর জেলা হকি প্রশিক্ষক হাসান রনি, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শহিদুল ইসলাম, জাতীয় দলের হকি খেলোয়াড় লিমা খাতুন ও প্রশিক্ষক নাজনীন শশী মাপ্তি।
ক্রীড়া শিক্ষক ও প্রশিক্ষক শহিদুল ইসলাম বলেন, যশোর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ৩০ জন নারীকে হকি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যশোর জেলার মধ্যে একমাত্র কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এ মাঠে নারীদের হকি প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।
এ মাঠে প্রশিক্ষণ নিয়ে জাতীয় হকি দলে জায়গা করে নেওয়া মুক্তা ও লিমা খাতুন জানান, তাঁরাই প্রথম ২০১৬ সালে এ বিদ্যালয়ের মাঠে হকি খেলেছেন এবং ২০১৯ সালের প্রথম জাতীয় নারী হকি দল গঠন করলে তাঁরা চারজন জায়গা করে নেন। এ ছাড়া সম্প্রতি বাংলাদেশ বেসামরিক বিমানবাহিনীর নারী হকি দলেও তাঁরা চারজন সুযোগ পেয়েছেন। প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় হকি দলে সুযোগ পাব এটা কখনো ভাবেননি।
তাঁরা আরও বলেন, ২০১৯ সালের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে এএইচএফ কাপ টুর্নামেন্টে আমরা (বাংলাদেশ) ২-০ গোলের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচে জয়লাভ করি। দিনটি এখনো স্মরণীয় হয়ে আছে।
যশোরের কেশবপুরে শুরু হয়েছে নারীদের হকি প্রশিক্ষণ। উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে ৩০ নারী এ হকি প্রশিক্ষণ নিচ্ছে। গতকাল মঙ্গলবার বিভিন্ন স্কুল থেকে বাছাই করা কিশোরীদের নিয়ে এই প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়। যশোর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী এ হকি প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করে।
প্রশিক্ষণে অংশে নেওয়া কিশোরীদের স্বপ্ন, একদিন তারা হকিতে বিশ্ব জয় করবে।
যশোর জেলার মধ্যে একমাত্র কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে নারীদের এই হকি প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এসব নারী খেলোয়াড়রা এ বিদ্যালয়ের মাঠ থেকেই প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন পর্যায়ে খেলা করে খ্যাতি ও পুরস্কার অর্জন করেছে। ইতিমধ্যে ৪ নারী এখান থেকে প্রশিক্ষণ নিয়ে জাতীয় হকি দলে জায়গা করে নিয়েছে।
তাঁরা হলেন উপজেলার ইমাননগর গ্রামের মুক্তা খাতুন, বেলকাটি গ্রামের লিমা খাতুন, ব্যাসডাঙ্গা গ্রামের সোনিয়া খাতুন ও গড়ভাঙ্গা গ্রামের লিমা আক্তার। এ ছাড়া সম্প্রতি বাংলাদেশ বেসামরিক বিমানবাহিনীর নারী হকি দলে তাঁরা চারজনই সুযোগ পেয়েছে।
গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে হকি প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেম্বার আব্দুল আহাদ আল বাহার।
এ সময় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসু, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি সিদ্ধার্থ বসু প্রমুখ।
মাসব্যাপী নারী খেলোয়াড়দের হকি প্রশিক্ষণ দেবেন যশোর জেলা হকি প্রশিক্ষক হাসান রনি, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শহিদুল ইসলাম, জাতীয় দলের হকি খেলোয়াড় লিমা খাতুন ও প্রশিক্ষক নাজনীন শশী মাপ্তি।
ক্রীড়া শিক্ষক ও প্রশিক্ষক শহিদুল ইসলাম বলেন, যশোর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ৩০ জন নারীকে হকি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যশোর জেলার মধ্যে একমাত্র কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এ মাঠে নারীদের হকি প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।
এ মাঠে প্রশিক্ষণ নিয়ে জাতীয় হকি দলে জায়গা করে নেওয়া মুক্তা ও লিমা খাতুন জানান, তাঁরাই প্রথম ২০১৬ সালে এ বিদ্যালয়ের মাঠে হকি খেলেছেন এবং ২০১৯ সালের প্রথম জাতীয় নারী হকি দল গঠন করলে তাঁরা চারজন জায়গা করে নেন। এ ছাড়া সম্প্রতি বাংলাদেশ বেসামরিক বিমানবাহিনীর নারী হকি দলেও তাঁরা চারজন সুযোগ পেয়েছেন। প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় হকি দলে সুযোগ পাব এটা কখনো ভাবেননি।
তাঁরা আরও বলেন, ২০১৯ সালের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে এএইচএফ কাপ টুর্নামেন্টে আমরা (বাংলাদেশ) ২-০ গোলের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচে জয়লাভ করি। দিনটি এখনো স্মরণীয় হয়ে আছে।
সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইয়ের হরফুন মৌলা বা সকল কাজের কাজী আবদুর রহমানের বলা একটি বাক্য—‘ইনহাস্ত ওয়াতানাম’—‘এই আমার জন্মভূমি’। সে কথা বলার সময় আফগানি আবদুর রহমানের চোখেমুখে যে অম্লান দ্যুতি ছড়িয়ে পড়েছিল, সে কথা দিব্যি অনুভব করে নেওয়া যায়...
৮ ঘণ্টা আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪