Ajker Patrika

একই দিনে শুরু হলো দুই ধারাবাহিক

বিনোদন প্রতিবেদক
একই দিনে শুরু হলো দুই ধারাবাহিক

স্টার জলসা ও জি বাংলা—কলকাতার এ দুই প্রতিযোগী টিভি চ্যানেলে গতকাল থেকে শুরু হলো ভিন্ন গল্পের দুই নতুন ধারাবাহিক। জি বাংলা প্রচার করছে স্বস্তিকা দত্ত ও শুভঙ্কর সাহা অভিনীত ‘তোমার খোলা হাওয়া’। আর স্টার জলসায় দেখা যাচ্ছে তিয়াসা লেপচা ও নীল ভট্টাচার্যের ‘বাংলা মিডিয়াম’।

তোমার খোলা হাওয়া
বনগাঁর মেয়ে ঝিলমিল। কোনো কাজই তাকে দিয়ে ঠিকমতো হয় না। তবে হাতের পুতুলকে নিজের কণ্ঠস্বর দিয়ে জীবন্ত করে তুলতে ওস্তাদ। নিয়ম ভাঙতেই বেশি ভালোবাসে ঝিলমিল। অন্যদিকে গল্পের নায়ক নিয়মতান্ত্রিক জীবনে বিশ্বাসী। গঙ্গার ঘাটে শুভঙ্কর স্নান করতে গেলে পানিতে লাফিয়ে পড়ে ঝিলমিল। শুরু হয় দুজনের আলাপ। প্রোমো দেখে ধারণা করা হচ্ছে, ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিকে দেখা যাবে অসমবয়সী প্রেমের গল্প। তবে এ গল্পের সঙ্গে জি টিভির ‘গুড্ডন, তুমসে না হো পায়েগা’র গল্পের মিল খুঁজে পাচ্ছেন অনেকে। ‘তোমার খোলা হাওয়া’ প্রচার হবে জি বাংলায়, সোম থেকে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায়।

‘তোমার খোলা হাওয়া’ সিরিয়ালের দৃশ্যবাংলা মিডিয়াম
‘কৃষ্ণকলি’র পর আবারও জুটি হয়ে আসছেন তিয়াসা লেপচা ও নীল ভট্টাচার্য। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’-এ দেখা যাবে তাঁদের। এ ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে আছেন তিয়াসা, সিরিয়ালে যাঁর নাম ইন্দিরা। গ্রামের মেয়ে ইন্দিরা ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখে। কলকাতার এক ইংরেজি মাধ্যম স্কুলে চাকরিও পায়।

খানে আলাপ হয় বিক্রমের সঙ্গে। চাকরি করতে গিয়ে বাংলা মাধ্যমে পড়াশোনার জন্য প্রতি পদে অপমানিত হতে হয় ইন্দিরাকে। তবু দমে যায় না সে। এমন গল্পের ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’ দেখা যাবে স্টার জলসায়, বাংলাদেশ সময় প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত